লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন মাশরাফি
কীভাবে লড়াই চালিয়ে যেতে হয়, সেটা তিনি ভালোভাবেই জানেন। দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচারও দমাতে পারেনি মাশরাফি বিন মুর্তজাকে। ইনজুরিকে জয় করে বারবার সবুজ গালিজার বুকে ফিরে গেছেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক। এখনও তিনি লড়ছেন। তার এবারের লড়াই করোনাভাইরাসের বিরুদ্ধে।
গত শনিবার মাশরাফি জানতে পারেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তখন থেকেই নিজের বাসায় আইসোলেশনে থাকার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন তিনি। মাশরাফির শারীরিক অবস্থা ভালো আছে। তবে তিনি করোনা নেগেটিভ নন। এখনও টেস্ট করাননি বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মাশরাফি।
করোনা নেগেটিভ না হলেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, মাশরাফি করোনা নেগেটিভ। তথ্যটি যে সত্য নয়, সেটা নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যে পোস্টে সবাই মিলে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
এরআগেও নিজের অবস্থান জানাতে একপ্রকার বাধ্য হতে হয়েছিল মাশরাফিকে। তার শারীরিক অবস্থার অবনতি এবং হাতপাতালে সিট হচ্ছে না জানিয়ে কদিন আগে কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। তখন একটি পোস্টের মাধ্যমে ভুল খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মাশরাফি।
আবারও ভুল খবরে মাশরাফি তার অবস্থান জানিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, 'বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।'
পোস্টে সবাই মিলে লড়াই করার কথা জানিয়েছেন মাশরাফি, 'মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।'
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন মাশরাফি। শুরুর দিকে নড়াইলে মাঠে থেকে কাজ করেছেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে করোনা মোকাবিলায় কাজ করে আসছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।