শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
সব লড়াই শেষ, বাকি শুধু একটা ম্যাচ। এই ম্যাচ জিতলেই সেরার মুকুট উঠবে মাথায়, ক্রিকেট দুনিয়া পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। নতুনের বিজয় কেতন ওড়াতে ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
শিরোপা জয়ের লড়াইয়ে টস ভাগ্য পক্ষে গেছে অস্ট্রেলিয়ার। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ব্যাটিংয়ে নামছে নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। তার জায়গায় সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ও জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।