শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ধর্মঘটে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হোসেন মনে করছেন, শীর্ষস্থানীয় ক্রিকেটাররা যে ১১ দফা দাবিতে ধর্মঘটে যাচ্ছেন তা বড় কোনো ষড়যন্ত্রের অংশ। এর পেছনে কারা রয়েছেন সেটি তারা খুঁজে বের করতে যাচ্ছেন, এ কথাও জানালেন বিসিবি-প্রধান।
ক্রিকেটারদের ধর্মঘটের সিদ্ধান্তের পর বিসিবি জরুরি সভা ডেকেছিল। সভা শেষে বোর্ডের অন্যান্য সদস্যদের নিয়ে নাজমুল হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিসিবি-প্রধান আরও বললেন, সোমবার বাংলাদেশ দলের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা ধর্মঘটের সিদ্ধান্ত জানালেও আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানাননি। বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় এলেই ক্রিকেটারদের সব দাবি মেনে নেওয়া হত। আর সেজন্যই বোর্ডের সঙ্গে ক্রিকেটাররা যোগাযোগ করছেন না।
নাজমুল হাসান এ ধর্মঘটে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন, এ কথা জানিয়ে বলেন, ‘ক্রিকেটাররা যেসব সুবিধার কথা বলছেন, এর সবই হয় কার্যকর করা হযেছে নয়তো কার্যকরের পথে। আগে এগুলো ছিল না। এখন যখন এগুলো হয়ে গেছে, তাহলে ওদের ধর্মঘটের কী দরকার ছিল? তা-ও ভারত সফর শুরুর ঠিক আগেই?’
সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের প্রতিটি দাবি নিয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন। এসব প্রশ্নের মধ্যে ক্রিকেটারদের দাবির বাইরের অন্যান্য বিষয়, এমনকি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা উঠে আসে।