শ্রীলঙ্কা সফরের আগে এবারও আলোচনায় কোয়ারেন্টিন
দফায় দফায় বৈঠক, অনেক আলোচনা। অনুরোধ, পাল্টা অনুরোধ। কোনো কিছুতেই কোয়ারেন্টিনের সময়সীমা নিয়ে সমঝোতায় পৌঁছানো যায়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে আলোচনার পর কোয়ারেন্টিন জটিলতায় স্থগিত হয়ে যায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। দুই দেশের খেলা না থাকায় আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটি।
সিরিজটির আগে এবারও আলোচনায় কোয়ারেন্টিন ইস্যু। তবে এবার আর সময়সীমা নয়, এবারের আলোচনা কোয়ারেন্টিনের স্থান নিয়ে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার কোন শহরে কোয়ারেন্টিনে থাকবে, তা নিশ্চিত নয় বলে এখনও সফরের সবকিছু চূড়ান্ত হয়নি। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বিসিবির এই পরিচালক বলেন, 'কোয়ারেন্টিন ইস্যু নিয়ে দেরি হচ্ছে। ওরা কিছু চাচ্ছে, আমরাও কিছু চাচ্ছি, এগুলো নিয়ে আলোচনার কারণে দেরি হচ্ছে। কোয়ারেন্টিনের যে ব্যাপারটা আছে, ওরা চাচ্ছে আমরা যেন কলম্বোর বাইরে থাকি। আমরা চেষ্টা করছি কলম্বোতে থাকার জন্য। তাহলে ভালো সুবিধা পাওয়া যাবে। দুই তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে।'
কোয়ারেন্টিন নিয়ে আলোচনা থাকলেও বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিশ্চিত বলে জানিয়েছেন আকরাম খান। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। আকরাম খান বলেন, 'মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে তিন থেকে চারদিন পরই আমরা চলে যাব।'
এক ভেন্যুতেই দুটি টেস্ট অনুষ্ঠিত হবে, ভেন্যু হতে পারে গল। আকরাম খান বলেন, 'যেহেতু ওরা আয়োজক, ওরা ভেন্যু এবং বাকি সব কিছু চূড়ান্ত করবে কিছুদিনের মধ্যে। যতটুকু আমরা জানি, একই ভেন্যুতে দুই টেস্ট হবে। গলের সম্ভাবনা আছে। যেহেতু ওরা আয়োজক, ওরাই জানাবে। ভেন্যু ও তারিখ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। দুই একদিন এদিক-সেদিক হতে পারে।'
নিউজিল্যান্ড সফর শেষে আগামী ২ এপ্রিল দেশের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। দেশে ফিরে বিশ্রামের জন্য বেশি সময় পাবেন না ক্রিকেটাররা। ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা মুমিনুল হকের দল। এই সফর শেষে দেশে ফিরে শ্রীলঙ্কার জন্যই অপেক্ষা করবে বাংলাদেশ। পরের মাসেই তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা।