আফ্রিদিকে ছুঁয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব
সাকিব আল হাসান ও রেকর্ড; একে অপরের সমার্থক হয়ে গেছে বহু আগে। এবার আরেকটি রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের বাঁহাতি এই অলাউন্ডার। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দুজনের উইকেটই এখন ৩৯টি। আরেকটি উইকেটে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন সাকিব।
সাকিবে দিশেহারা পিএনজি, চেপে ধরলেন মেহেদীও
নিজের প্রথম ওভারেই পাপুয়া নিউ গিনির দুজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। পরের ওভারে ৪ রান খরচায় উইকেট পাননি বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। নিজের তৃতীয় ওভারে এসে আরেকটি উইকেট নিয়ে নিলেন তিনি। এরপর পিএনজির ইনিংসে ছোবল বসালেন শেখ মেহেদী হাসান। ১০ ওভারে ২৮ রান তুলতেই ৬ উইকেটে হারিয়ে বসেছে পিএনজি।
সাকিবের জোড়া আঘাতে ধুঁকছে পিএনজি
মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদের বোলিং তোপেই ধুঁকছিল পাপুয়া নিউ গিনি। পঞ্চম ওভারে তাদের দিক ভুলিয়ে দিলেন সাকিব আল হাসান। জোড়া উইকেট তুলে নিয়ে পিএনজিকে কোণঠাসা করে ফেলেছেন বাংলাদেশ অলরাউন্ডার। ৬ ওভার শেষে ৪ উইকেটে তাদের সংগ্রহ – রান।
সাইফউদ্দিন-তাসকিনের তোপে শুরুতেই দিকহারা পিএনজি
ব্যট হাতে ঝড় তোলার পর বল হাতেও দলকে দারুণ শুরু এনে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি এই পেসার ইনিংসের তৃতীয় ওভারে ফিরিয়ে দেন পাপুয়া নিউ গিনির ওপেনার লেকা সাগাকে। পরের ওভারে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই গতি তারকার শিকার পিএনজি অধিনায়ক আসাদ ভালা। ৪ ওভারে ১৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে পিএনজি।