সাকিবের ব্যাটে আফগান হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ
২০১৪ সালের ১৬ মার্চের পর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের ব্যবধানে ঘুচল জয়ের ক্ষুধা। শনিবারের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের ব্যাটে চড়ে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ৪ উইকেতে পাওয়া এই জয় দিয়ে ভাঙল টানা হারের বৃত্ত।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিয়মরক্ষার এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে দুর্দান্ত শুরু করলেও বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে ভেঙে পড়ে দলটির মিডল-অর্ডার। শেষ জুটিতে শফিকউল্লাহ এবং রশিদ খানের অপরাজিত জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে আফগানিস্তান।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাশ ও নাজমুল হোসেন শান্ত দ্রুত আউট হয়ে গেলেও দলের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলে ক্যাচ তুলে আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রাখেন সাকিব। মাহমুদুল্লাহ, সাব্বির ও আফিফের আসা-যাওয়ার মাঝে সাকিব খেলে যান অনবদ্য সব শট।
শেষে মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৬ ছয় বল হাতে রেখেই ম্যাচ জিতিয়ে আফগানদের বিরুদ্ধে টানা হারের বৃত্ত ভাঙেন সাকিব।