হঠাৎ করেই দুদক কার্যালয়ে সাকিব
বিশ্বসেরা অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান রোববার সকালে হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন।
জুয়াড়ির সাথে যোগাযোগ চালিয়ে যাওয়ায় মঙ্গলবার আইসিসি কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর গত বুধবার সাকিববিহীন বাংলাদেশ দল ভারতে যায়।
দেশসেরা ক্রিকেটারের এই ঘটনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার মধ্যেই রোববার সকালে হঠাৎ করেই দুদক কার্যালয়ে যান সংস্থাটির শুভেচ্ছাদূত সাকিব।
তবে সাকিবের দুদক গমন শুধুমাত্র ‘সৌজন্য সাক্ষাৎ’ ছিলো বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, “সাকিব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন । দুদকের শুভেচ্ছা দূত হিসেবে তিনি সময় পেলেই আসেন। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।”
সকাল সাড়ে ১০টার দিকে সাকিব দুদকে গিয়েছিলেন । সেখানে তিনি আধা ঘণ্টার মতো অবস্থান করেন।
সেখানে তিনি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান দুদক কর্মকর্তা প্রণব।
এর আগে সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, “সাকিব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুদক সব সময় তার পাশে আছে।”