হাতির ভবিষ্যদ্বাণী: ইংল্যান্ডের বিরুদ্ধে জিতবে জার্মানি
হামবুর্গের একটি চিড়িয়াখানার এক 'অলৌকিক ক্ষমতাসম্পন্ন' হাতি ভবিষ্যদ্বাণী করেছে, মঙ্গলবার ইউরো ২০২০-এর শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতবে জার্মানি।
৪২ বছর বয়সী হাতিটির নাম যশোদা। এর আগে হাতিটি ভবিষ্যদ্বাণী করেছিল যে, জার্মানি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যাবে এবং পরের ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করবে। তার অনুমান ফলে গিয়েছিল।
হ্যাজেনবেক চিড়িয়াখানায় বেতের ঝুড়ি থেকে জার্মান পতাকা টেনে নেয় যশোদা। তার এই ভবিষ্যদ্বাণীতে উল্লসিত হয়ে ওঠেন উপস্থিত জার্মান সমর্থকরা।
বড় ফুটবল টুর্নামেন্টগুলোতে প্রায়ই এমন সফল ভবিষ্যদ্বক্তা প্রাণীর আবির্ভাব হয়।
২০১০ বিশ্বকাপের সময় অক্টোপাস পল জার্মান দল টুর্নামেন্টে জার্মানির সাতটি ম্যাচের ফলাফলই নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করেছিল।
পল যখন ভবিষ্যদ্বাণী করেছিল যে, সেমিফাইনালে জার্মানি স্পেনের কাছে হেরে যাবে, জার্মানির তখন স্বাভাবিকভাবেই সমর্থকরা ক্ষুব্ধ হয়েছিল। ম্যাচ শেষে তারা অক্টোপাসটিকে খেয়ে ফেলার দাবি তুলেছিল। তার প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রী প্রাণীটিকে 'আনুষ্ঠানিক রাষ্ট্রীয় নিরাপত্তা' প্রদানের প্রস্তাবও দিয়েছিলেন।
কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবার খেলা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার জন্য নতুন উপায় বের করেছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, টুর্নামেন্টে অংশ নেওয়া ২৪টি দেশের চিহ্ন সংবলিত ২৪টি গাড়ি রেস লড়ছে। শেষে দেখা যায়, বাকি সবগুলো গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছে ফ্রান্স ও জার্মানি।