হেরোইনসহ গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার
বড় নাম নয়, আন্তর্জাতিক ম্যাচই খেলেছেন মাত্র তিনটি। এমন ক্রিকেটারের নাম শুনে চেনা একটু কঠিনই। কিন্তু শ্রীলঙ্কার এই ক্রিকেটারের নাম শোনার পর বাংলাদেশের আতকে ওঠার কথা। বাংলাদেশকে দুঃসহ এক অভিজ্ঞতা দিয়েছেন লঙ্কান পেসার শেহান মাদুশঙ্কা। অভিষেক ম্যাচ খেলতে নেমেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার।
অভিষেকেই রেকর্ড পাতায় জায়গায় করে নেওয়া সেই মাদুশঙ্কা এবার অন্য কারণে আলোচনায়। হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। ইতোমধ্যে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট।
হেরোইন বহন ও লকডাউন ভাঙার অপরাধে রোববার শ্রীলঙ্কার পানালা শহর থেকে মাদুশঙ্কাকে গ্রেপ্তার করা হয়। লঙ্কান গণমাধ্যম জানিয়েছে, লকডাউন থাকলেও সেটা অমান্য করে এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি।
এ সময় স্বাভাবিক তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালালে মাদুশঙ্কার কাছে ২ গ্রাম হেরোইন পাওয়া যায়। হেরোইন বহন করা ও লকডাউন ভাঙায় দ্রুতই তার রিমান্ড মঞ্জুর করেন স্থানীয় ম্যাজিস্ট্রেট।
শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন মাদুশঙ্কা। একমাত্র ওয়ানডেই তাকে রেকর্ড বইয়ে জায়গা করে দেয়। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মিরপুরে মাদুশঙ্কাকে নিয়ে এক ধরেনের বাজিই ধরেন লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
কোচের আস্থার প্রতিদান দেন নিয়মিতভাবে ১৪০ কিলোমিটার বেগে বোলিং করতে পারা মাদুশঙ্কা। হ্যাটট্রিক করে রাঙিয়ে নেন নিজের অভিষেক ম্যাচ। ৬.১ ওভারে ২৬ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। দুই বছর আগের সেই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ রানে হেরে শিরোপা খোয়ায় বাংলাদেশ।