১৪১ রানে থামল বাংলাদেশ
১০ উইকেট হাতে রেখে শেষ ১০ ওভার শুরু করলেও রানের চাকা সচল করতে পারেনি বাংলাদেশ।
এ ওভারগুলোতে স্কোর বোর্ডে ৭৯ রান যোগ করতে পেরেছে টাইগাররা।
এতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারিয়ে ১৪১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
স্টেডিয়ামের পিচে কিছু অসম বাউন্স দেখা গেলেও এটি বড় স্কোরের জন্য বাধা ছিল না।
দলের ওপেনাররা অতি সতর্কভাবে খেলেছেন। অন্যদিকে মিডল অর্ডারেও কেউ দাঁড়াতে পারেননি।
বাংলাদেশের এ স্কোর গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোনো টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসের সর্বনিম্ন।
শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ওপেনিংয়ে ব্যাট করতে সক্ষম এমন পাঁচজনকে (তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন ও সৌম্য সরকার) নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
তাদের মধ্যে ওপেনিংয়ে পাঠানো হয় তামিম ও নাঈমকে। তারা সতর্ক সূচনা করে পাওয়ারপ্লেতে ৩৫ রান তোলেন।
ম্যাচের ১১তম ওভারে রান আউট হন ৩৪ বল খেলে ৩৯ করা তামিম। এর মধ্য দিয়ে ৭১ রানে থামে উদ্বোধনী জুটি।
পাকিস্তানকে এক ওভারে দুটি ব্রেকথ্রু এনে দেন শাদাব খান। ১৫তম ওভারে তিনি তুলে নেন নাঈম ও লিটনের উইকেট।
পরবর্তী সময়ে আফিফকে আউট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন হারিস রউফ।
আফিফের পর শাহীন শাহ আফ্রিদির অফ কাটারে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।
শেষ ওভারে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ মিঠুন ১৩ রান সংগ্রহ করেন। মাহমুদউল্লাহ অপরাজিত থেকে করেন ১৯ রান।