১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
দিল্লীর বায়ু দূষণের কারণে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে কিনা তা নিয়ে দিনভর ছিলো শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ কাটিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামে দক্ষিণ এশিয়ার এই দুই দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর নতুন করে দায়িত্ব পাওয়া বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি জানালেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন মোহাম্মদ নাঈম শেখ। হার্দিক পান্ডিয়ার চোটে ভারতের স্কোয়াডে অভিষেক হয়েছে অল-রাউন্ডার শিবম দুবের।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।