২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত
এককভাবে বিশ্বকাপের আয়োজন হতে আইসিসিতে আবেদন করবে বাংলাদেশ- এমন গুঞ্জন বেশ আগের। তবে এককভাবে আয়োজনের সুযোগ নেই। একক আয়োজক হতে যে কয়টা ভেন্যু (ওয়ানডের ১০টা ও টি-টোয়েন্টির ৮টি ভেন্যু) দরকার, তা বাংলাদেশের নেই। তাই যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আইসিসিতে আবেদন করেছিল বাংলাদেশ। সেই আবেদনে সাড়া মিলেছে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে আয়োজন করবে বাংলাদেশ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও। তিনি বলেন, 'ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার ইচ্ছার কথা আমরা আইসিসিকে জানিয়েছিলাম, আবেদন করেছিলাম। সেটার ফলশ্রুতিতে আমাদের সুযোগ দেওয়া হয়েছে। আশা করছি আমরা সফলতার সঙ্গে আসরটি আয়োজন করতে পারব।'
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের সঙ্গে আয়োজক হওয়ার সুযোগ মিলল। এ ছাড়া শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে আবেদন করা হয়েছিল। কিন্তু আগামী ১০ বছরে এই দুটি আসরের আয়োজক হওয়া হচ্ছে না বাংলাদেশের। ১৫ নভেম্বরের সভায় ২০৩১ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আটটি আসরের আয়োজক চূড়ান্ত করেছে আইসিসি।
আগামী বছর থেকে প্রতি বছরই একটি করে আইসিসির ইভেন্ট থাকবে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত; এটা আগেই চূড়ান্ত হয়ে আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। আসরটি মাঠে গড়াবে জুন মাসে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান, ৮ দলের টুর্নামেন্টটি মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসরটি মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলে অক্টোবর-নভেম্বরে আসরটি আয়োজন করবে।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরটির পর্দা উঠবে অক্টোবরে। ২০২৯ সালে অক্টোবরে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এই আসরটি মাঠে গড়াবে জুনে। ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।