‘আমরা ভালো ক্রিকেট খেলছি না’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল গঠনের দিক থেকে বেক্সিমকো ঢাকাকে অনেকেই এগিয়ে রেখেছিল। লড়াকু এক ঢাকাকে দেখার অপেক্ষাতেই ছিল সবাই। কিন্তু মাঠে হয়েছে ঠিক উল্টোটা। মুশফিকুর রহিমের ঢাকা তিনটি ম্যাচ খেলে এখনও জয়হীন। কেন এমন হচ্ছে, সেটা উত্তর দিয়েছেন দলটির অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
ডানহাতি এই পেসারের মতে, দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে পারছে না ঢাকা। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে অগোছালো অবস্থা তাদের। এই দুই জায়গার পারফরম্যান্স ঢাকাকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন রুবেল।
জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ হারের পর হতাশ রুবেল হোসেন বলেন, 'আমার কাছে মনে হচ্ছে সব মিলিয়ে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলছি না। আমাদের ফিল্ডিং ও ব্যাটিং বিভাগ খুব একটা ভালো হচ্ছে না। আমার মনে হয় এটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারলে ভালো ফল করতে পারব।'
সোমবার খুলনার বিপক্ষে ৩৭ রানের হারের ব্যাখ্যায় রুবেল বলেন, 'এই ম্যাচে আমাদের ওপেনাররা ভালো খেলতে পারেনি, শুরুটা খারাপ হয়েছে। এ কারণে ম্যাচটা অন্য দিকে চলে গিয়েছে। আমার কাছে মনে হয় শুরুটা খুব গুরুত্বপূর্ণ। যে দলের শুরুটা ভালো হয়, ফলটা তাদের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।'
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে জেমকন খুলনা। বেক্সিমকো ঢাকা ক্যাচ আর ফিল্ডিং মিসের মহড়া দিলেও খুলনা বড় স্কোর গড়তে পারেনি। ৮ উইকেটে ১৪৬ রান তোলে মাহমুদউল্লাহর দল। জবাবে শুরুতেই উইকেট হারানো ঢাকা পুরো ইনিংসে ধুঁকেছে। তাদের ইনিংস শেষ হয় ১০৯ রানে।