‘ইনস্টাগ্রামে নয়, মাঠে খেলা শুরু করো’- ভারত দলকে শোয়েব
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ফেবারিট মানা হচ্ছিল ভারতকে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দলটিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছিলেন অনেকেই। সেই ভারতই পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল হারে বিশ্বকাপ মিশন শুরু করে! দ্বিতীয় ম্যাচেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় হারে বিরাট কোহলির দল এখন খাদের কিনারে।
ভারতের সেমি-ফাইনালে ওঠার পথ এখন কাটা বেছানো। কারণ তিনটি ম্যাচে জিতলেই যে শেষ চারের টিকেট মিলবে, সেই নিশ্চয়তা নেই। পরের তিন ম্যাচ জিতেও বাদ পড়তে হতে পারে তাদের। কিংবা তিন ম্যাচ জিতে তাকিয়ে থাকতে হতে পারে অন্য দলের ফলের দিকে। এমন সময়ে ভারত দলকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ছেড়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে বললেন শোয়েব আখতার।
পাকিস্তানের কিংবদন্তি এই পেসার মনে করেন, ক্রিকেটের চেয়ে ইনস্টাগ্রামে বেশি মনোযোগী ভারত দলের ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাবেক এই গতি তারকা বলেন, 'বোলিং বিভাগকে ঠিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দাও, মাঠে খেলা শুরু করো। দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছো, তাতে ম্যাচ জেতা কষ্টকর।'
শোয়েবের ভাষায়, ভারত ম্যাচই খেলতে যায়নি সেখানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হার নিয়ে তিনি বলেন, 'খুব বাজেভাবে হেরে গেছে ভারত। ভারতকে দেখে মনেই হয়নি তারা ম্যাচ খেলতে গেছে সেখানে। মনে হয়েছে নিউজিল্যান্ডই কেবল ম্যাচ খেলতে গেছে।'
'গড়পড়তা পারফরম্যান্স করেছে ভারত। তাদের দলকে নিয়ে যতো কথা হয়েছে, গণমাধ্যম ভারত দলের ওপর যতো চাপ বাড়িয়েছে; আমার পুরো বিশ্বাস ছিল, এই দল ফেঁসে যাবে। আর সেটাই হয়েছে। আমি বুঝি না, ভারত কোন কৌশল, কোন পরিকল্পনায় খেলছিল। ভারতের এই দলটি দিক ভুলে গেছে। তাদের কোনো পরিকল্পনাই ছিল না।' যোগ করেন শোয়েব আখতার।
কিউইদের বিপক্ষে ভারতের ব্যাটিং মাইকেল ভনকে ফিরিয়ে নিয়ে গেছে ১১ বছর আগে। ২০১০ সালের ভারত থেকে এই দলটিকে আলাদা করতে পারছেন না তিনি। ইংলিশ সাবেক অধিনায়কের মতে, ক্রিকেট এগিয়ে গেলেও পেছনেই পড়ে আছেন কোহলি-রোহিতরা। এক টুইটে ভন লিখেছেন, 'ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।'