‘খেলাধুলা নিয়ে কথা বলার উপযুক্ত সময় এটা নয়’
করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই। উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গার মতো দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। খেলোয়াড়রা নিজেদের মতো করে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন।
যদিও ঘরে বসে ফিটনেস কাজ করাটা ক্রিকেটারদের জন্য যথেষ্ট নয়। এ কারণে বেশ কয়েকজন ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেন। এর মধ্যে ছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু শুরুতে মুশফিকদের আবদনে সাড়ায় দেয়নি বিসিবি।
এ নিয়ে বেশ কয়েকদিন পর্যালোচনার পর একক অনুশীলনের ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করে বিসিবি। হয়তো আগামী সপ্তাহ থেকেই শুরু হতো অনুশীলন। কিন্তু করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠায় অনুশীলন শুরুর ভাবনা থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
কেবল অনুশীলনই নয়, খেলাধুলা নিয়ে কথা বলার জন্যও এই সময়টাকে উপযুক্ত বলে মনে করছেন না বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। অনুশীলন হচ্ছে কি হচ্ছে না, এটাকে মোটেও বড় করে দেখছেন না তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'অবস্থা বিবেচনা করতে হবে আগে। এটা খুবই পরিষ্কার একটা ব্যাপার। বর্তমান অবস্থাটা খেলাধুলা বা এ নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় নয়। এখন কারা অনুশীলন করতে পারছে না, সেটা কিন্তু বড় বিষয় নয়।'
দেশের বর্তমান অবস্থা উল্লেখ করে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'অনেকেই হাসাপাতালে দৌড়াদৌড়ি করছে। সব জায়গায় একই অবস্থা। সামনে বড় ইভেন্ট আছে, আইসিসির মিটিং আছে, এসিসির মিটিং আছে, সেসব নিয়ে পরে কথা বলা যাবে।'
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়েও আলোচনা চলছে। পেছনের দুটি সফরের মতো এই সফরটিও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ নিয়ে বিসিবিতে দুই ধরনের ভাবনা। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আকরাম খান মনে করেন, জুলাই মাসে শ্রীলঙ্কা সফর করার কোনো সুযোগই নেই।
আকরাম খান বলেন, 'দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সম্ভব আগামী মাসে (জুলাইয়ে) শ্রীলঙ্কা সফর করা! আমি মনে করি জুলাইয়ে কোনোভাবেই শ্রীলঙ্কা সফর করা সম্ভব নয়।'
যদিও বিসিবি এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগামী ১০ জুন আইসিসির সভা রয়েছে। এরআগে এসিসির সভা হবে। এই সভায় শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'লঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে। ১০ জুন আইসিসির সভা। এরআগে এসিসির একটা সভা আছে। এই দুই সভায় আলোচনার পর একটা সিদ্ধান্তে আসা যাবে। পরিস্থিতি বিবেচনায় খুবই সতর্কতার সঙ্গে সব সিদ্ধান্ত নিতে হবে।'