‘ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর’
থেমে গেছে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার হৃদস্পন্দন, থমকে গেছে গোটা বিশ্ব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রয়াণে সবখানে শোকের মিছিল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনা কিংবা আর্জেন্টিনা থেকে ইতালি, সবখানে চলছে শোকের মাতম। প্রিয় ফুটবলারের বিদায় যেন কিছুই মানতে পারছে না কেউ। তাদের একজন জ্লাতান ইব্রাহিমোভিচ।
সুইডেনের তারকা এই ফুটবলার অবশ্য এটাই মানছেন না যে, ম্যারাডোনা আর নেই। ইব্রার মতে ম্যারাডোনার মৃত্যু হয় না, তিনি অমর। ম্যারাডোনার মতোই খেপাটে কাণ্ডের কারণে অনেকবার শিরোনাম হওয়া ইব্রাহিমোভিচ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'ম্যারাডোনা মারা যাননি, তিনি অমর। বিশ্বকে সর্বকালের সেরা ফুটবলার উপহার দিয়েছেন ঈশ্বর। তিনি চিরকালের জন্য বেঁচে থাকবেন।'
খেলায় মিল না থাকলেও ম্যারাডোনার স্বভাবের সঙ্গে অনেকটাই মিলে যায় ইব্রাহিমোভিচের। সবকিছুতেই থোরাই কেয়ার। ম্যারাডোনার মতো করে নিজেকে সেরা বলতেও দ্বিধা করেন না এসি মিলানের হয়ে খেলা এই ফরোয়ার্ড। মনের মতো এক মানুষের বিদায়ে ইব্রার হৃদয়ে তাই রক্ত ঝরছে।
দুই সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের।
মস্তিষ্কে অস্ত্রোপচারের আটদিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান ম্যারাডোনা। অলিভোস ক্লিনিক নামে বেসরকারি হাসপাতালটি ছেড়ে বাড়ি ফেরার সময় হাজারো ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছিলেন। ভক্তদের এই ভালোবাসায় আর সাড়া দেওয়া হবে না তার। সবাইকে শোকাকুল করে তিনি মরণের অজানা জগতে পাড়ি জমালেন।