বার্সেলোনায় যোগ দিয়েই প্রথম কী বার্তা দিলেন রবার্ট লেভানদোভস্কি?
বহুদিন ধরেই রবার্ট লেভানদোভস্কির বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তিনি যে বায়ার্ন ছাড়তে আগ্রহী, তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন। সমস্যা ছিল তার ট্রান্সফার ফি নিয়ে। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাতালান শিবিরে পা রেখেছেন এই পোলিশ ফুটবলার।
ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে এবং মেডিকেল পরীক্ষার উদ্দেশ্যে ইতোমধ্যেই মায়ামিতে পৌঁছে গেছেন লেভানদোভস্কি। সেখান থেকেই বার্সার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার ছবি পোস্ট করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। বলাই বাহুল্য, লেভানদোভস্কির আগমন নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে বার্সা ভক্তদের!
কিন্তু বার্সার সঙ্গে যুক্ত হয়েই প্রথম কী বার্তা দিলেন সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড?
ফ্লোরিডা সৈকতের এক ওয়াচটাওয়ারে দাঁড়িয়ে রেকর্ড করা ভিডিও বার্তায় বার্সেলোনার পুরনো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি।
ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে লেভানদোভস্কি বলেন, "বার্সেলোনায় যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এখানে আসার সিদ্ধান্তটা খুবই সহজ ছিল।"
তিনি আরও বলেন, "বার্সেলোনা ইজ ব্যাক! আমার মনে হয় আমি এই দলটিকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবো। আমি শিরোপা জিততে পছন্দ করি এবং বার্সেলোনা আমার জন্য একটা নতুন অধ্যায়, সাথে নতুন চ্যালেঞ্জও রয়েছে।"
পোলিশ তারকা জানান, বার্সেলোনায় যোগ দিতে পারা তার জন্য ব্যক্তিগতভাবে একটি বড় সুযোগ। কারণ তিনি সবসময়ই লা লিগায় বড় কোনো দলে খেলতে চেয়েছিলেন।
লেভানদোভস্কি জানান, "আমি ইতোমধ্যেই জাভির সাথে কথা বলেছি এবং তার আইডিয়াগুলো আমি জানি। তিনি একজন বিখ্যাত ফুটবলার ছিলেন এবং কোচ হিসেবেও উজ্জ্বল ভবিষ্যত রয়েছে তার।"
সূত্র: মার্কা