যৌবন ধরে রাখতে বোটক্স ইনজেকশন নিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস সচেতনতার কথা ফুটবল অনুরাগীদের অজানা নয়। বয়স ৩৭ বছর হলেও, পর্তুগিজ তারকার অসাধারণ শারীরিক গঠন এখনো অনেকের কাছে ঈর্ষণীয় ব্যাপার। এদিকে রোনালদো যে প্রতিনিয়তই নিজেকে ব্যস্ত রাখেন নানা ধরনের ব্যায়াম ও শারীরিক কসরতে, তা তার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছোট ছোট ভিডিও ক্লিপ বা ছবি প্রকাশ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। রোনালদোর ছবিতে স্পষ্ট যে যৌবন ধরে রাখতে চেষ্টার কমতি রাখছেন না তিনি!
ফুটবল বিশ্বের অন্যতম ক্রেজ ক্রিস্টিয়ানো রোনালদো যে কসমেটিক অস্ত্রোপচারের ভক্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই নিজের শরীরে একাধিক সার্জারি ও টাচ-আপ করিয়েছেন 'সিআরসেভেন'। এগুলো তার পেশীকে সুস্থসবল রাখতে ও তরুণ দেখাতে সাহায্য করে।
এর অংশ হিসেবেই সম্প্রতি নিজের দেহে বোটক্স ইনজেকশন নেন তিনি।
সূত্র: মার্কা