৬, ৬, ৬, ৬, ৪, ৬: বার্ল ঝড়ে অস্বস্তির রেকর্ড নাসুমের
শিরোনামেই বুঝে ফেলার কথা নাসুম আহমেদের অস্বস্তির রেকর্ডটা কী। হ্যাঁ, শিরোনামের সংখ্যাগুলো এক ওভারের ছয় বলের বর্ণনা। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনারের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল। তাতে খরুচে বোলারের তালিকার বিব্রতকর রেকর্ডে উঠে গেল নাসুমের নাম।
হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাসুমের করা এক ওভারে ৫টি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলেছেন বার্ল। তাতে জিম্বাবুয়ের ইনিংসের চেহারা চোখের পলকে পাল্টে গেছে, নাসুমের নামের পাশে বসেছে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার অস্বস্তির রেকর্ড।
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। এর আগে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার বিব্রতকর এই রেকর্ডটি ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ৩১ রান খরা করেন তিনি। ৫ ছক্কা ও এক সিঙ্গেলে সাইফউদ্দিনের ওভার থেকে ৩১ রান তোলেন ডেভিড মিলার।
কেবল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে খরুচে ওভারই নয় এটি, নাসুমের ওভারটি এই ফরম্যাটের ইতিহাসেরই তৃতীয় সর্বোচ্চ খরুচে ওভার। ২০০৭ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ইতিহাস গড়েন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
গত বছর যুবরাজের রেকর্ডে ভাগ বসান কাইরন পোলার্ড। টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে লঙ্কান লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়ার ওভারে ৬ ছক্কা মারেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এরপরই নাসুমের ৩৪ রানের ওভারটি। তবে টি-টোয়েন্টিতে ৩৪ রানের ওভার আরেকটি আছে, ২০২০ সালে নিউজল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৪ রান দেন ভারতের অলরাউন্ডার শিভাম দুবে।
সিরিজ নির্ধারণী ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে ধুকছিল জিম্বাবুয়ে। এক ওভারেই সেই অবস্থা থেকে দলকে বের করে নিয়ে যান বার্ল। নাসুমের করা ইনিংসের ১৫ ওভারের প্রথম ৪ বলেই ছক্কা মারেন জিম্বাবুয়ের বাঁহাতি এই ব্যাটসম্যান। পঞ্চম বলে তার নেওয়া শট একটুর জন্য ছক্কা হয়নি। শেষ বলে গিয়ে আবার উড়িয়ে বল সীমানা ছাড়া করেন ২৮ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৫৪ রান করা বার্ল। তার ব্যাটেই মূলত ১৫৬ রানের মতো লড়াকু পূঁজি পেয়েছে জিম্বাবুয়ে।
এই বার্লের বিপক্ষে দুঃসহ স্মৃতি আছে সাকিব আল হাসানেরও। ২০১৯ সালে মিরপুরে সাকিবের ওপর দিয়ে ঝড় বইয়ে ৩০ রান তুলে নেন বার্ল। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় খরুচে ওভার। চতুর্থ খরুচে ওভারটিও সাকিবের। গত বছর মিরপুরে সাকিবে এক ওভারথে ৩০ রান তোলেন অস্ট্রেলিয়ান ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।