টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার রোনালদো, দ্বিতীয় স্থানে হ্যারি ম্যাগুইয়ার
একদিকে ক্লাব বদল নিয়ে বারবার বিড়ম্বনায় ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে পারফরমেন্স খরায় ভুগতে থাকা হ্যারি ম্যাগুইয়ার। গত মৌসুমে এই দুই খেলোয়াড়ই টুইটারে সবচেয়ে বেশি কটূক্তির শিকার হয়েছেন। সম্প্রতি অ্যালান টুরিং ইনস্টিটিউট ও অফকমের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
প্রিমিয়ার লিগের তিন-চতুর্থাংশ ফুটবলারই সোশ্যাল মিডিয়ায় কটূক্তিপূর্ণ ম্যাসেজ পেয়েছেন এবং তাদের অনেকে প্রতিদিনই এ ধরনের ম্যাসেজ পান বলে জানা গেছে।
অ্যালান টুরিং ইনস্টিটিউট এবং অফকম একটি মেশিং লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের উদ্দেশ্য করে দেওয়া ২.৩ মিলিয়ন ম্যাসেজ বিশ্লেষণ করেছে। এই ম্যাসেজগুলো পাঠানো হয়েছে ২০২১-২২ মৌসুমের মধ্যে।
এই প্রযুক্তি ব্যবহার করে আরও দেখা যায়, খেলোয়াড়দের উদ্দেশ্যে দেওয়া ৬০,০০০ পোস্ট ছিল কটূক্তিপূর্ণ। ৬৮ শতাংশ খেলোয়াড় ওই সময়ের মধ্যে অন্তত একটি কটূক্তিপূর্ণ ম্যাসেজ পেয়েছেন।
টুইটারে ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশ্যে কটূক্তিপূর্ণ টুইট এসেছে ১২,৫২০টি এবং হ্যারি মাগুইয়ারের উদ্দেশ্যে ৮,৯৫৪টি। ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক খেলোয়াড় মার্কাস রাশফোর্ড আছেন তৃতীয় স্থানে, তার উদ্দেশ্যে কটূক্তিপূর্ণ টুইট এসেছে ২৫৫৭টি।
এই তালিকার শীর্ষ দশজনের আটজনই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। বাকি দুজন হলেন টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন এবং ম্যানচেস্টার সিটির ফুটবলার জ্যাক গ্রিলিশ। তবে ক্লাব হিসেবে সবচেয়ে বেশি কটূক্তির শিকার হয়েছে টটেনহাম। তাদের দিকে কটূক্তিপূর্ণ টুইটের হার ৩.৭ শতাংশ।
তবে খেলোয়াড়দের শুধু যে গালাগালিরই শিকার হতে হয়েছে তা মোটেই নয়। সুখবর এই যে, ৫৭ শতাংশ মানুষ খেলোয়াড়দের উদ্দেশ্যে ইতিবাচক টুইট করেছেন।
টুইটারের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি এই গবেষণাকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কটূক্তির হাত থেকে বাঁচাতে বিভিন্ন নিরাপত্তামূলক ফিচার যুক্ত করেছে টুইটার।
সূত্র: রয়টার্স