টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দলটির দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে। অধিনায়কত্বেও আনা হয়েছে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে নেতৃত্বভার দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার ডেপুটি আফিফ হোসেন ধ্রুব। নতুন এই বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন সফরের শুরুর এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
টস জিতে সাকিব বলেন, 'আমরা আগে ব্যাটিং করব। আফগানিস্তানের জন্য কঠিন হয়, ওভাবেই খেলার চেষ্টা করব আমরা। আমাদের তিনজন পেসার ও দুজন স্পিনার আছে, আমাদের বোলিং বিভাগ বেশ সমৃদ্ধ। টি-টোয়েন্টিতে আফগানিস্তান খুবই ভালো দল। তাদের বোলারদের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা দেখাতে পারব আমরা কী পারি।'
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দলটির বিপক্ষে ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা। ৫ ম্যাচে আফগানদের জয়, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ সাক্ষাতেও আফগানিস্তান জিতেছিল। গত মার্চে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের এই অলরাউন্ডার সর্বশেষ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে ম্যাচ খেলেন। ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় ও শেষ সময়ে দলে ডাক পাওয়া নাঈম শেখ। সাকিব ছাড়াও আছেন দুজন স্পিনার, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদি হাসান। দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান আছেন একাদশে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকী।