‘ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছে রোনালদো’
এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্য সব গুজব উড়িয়ে দিয়ে এ ঘোষণা দিয়েছেন ম্যানইউর কোচ এরিক টেন হ্যাগ।
লেস্টার সিটির বিরুদ্ধে ইপিএল ম্যাচের আগে টেন হ্যাগ বলেন, 'এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে, অন্তত আগামী জানুয়ারি পর্যন্ত নাম্বার সেভেন আমাদের সঙ্গেই থাকছে।'
রোনালদোর ম্যানইউ ছাড়া নিয়ে জল্পনা-কল্পনা এখনও অব্যাহত। নতুন ম্যানেজার টেন হ্যাগের সাথে তার সম্পর্ক নিয়েও চলছে চর্চা। সিআর সেভেনকে শুরু থেকে মাঠে নামাচ্ছেন না টেন হ্যাগ, তা সন্তুষ্টই পর্তুগিজ তারকা।
রোনালদোর এজেন্ট চেষ্টা চালিয়ে গেলেও এই মুহূর্তে তার জন্য কোনো ক্লাব নেই। সে কারণেই তাকে থেকে যেতে হতে পারে লাল দুর্গে।
টেন হ্যাগ আরও জানিয়েছেন, আর কোনো ফুটবলারকে তারা দলে ভেড়াবেন না এবার। আয়াক্সের উইঙ্গার অ্যান্টনির সঙ্গে চুক্তি চূড়ান্ত করছে ম্যানইউ। নিউক্যাসল থেকে গোলকিপার মার্টিন দুবরাভকাকেও দলে নিচ্ছে তারা।
'আমার মনে হয় না আর কাউকে সাইন করানো হবে।' বলেন টেন হ্যাগ। বৃহস্পতিবার লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার কথা টেন হ্যাগের দলের।
সূত্র: ইএসপিএন