চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ভারান
চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল ভারান। ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফরাসি এই ডিফেন্ডার।
যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন বিশ্বকাপজয়ী ভারান, তার কিছুই পূরণ করতে পারেননি তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, ইউনাইটেডের জার্সিতে এক কারাবাও কাপ ছাড়া কোনো শিরোপা জেতেননি ৩১ বছর বয়সী ফরাসি এই ডিফেন্ডার।
এক বিবৃতিতে ভারানকে ধন্যবাদ জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ, 'ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে রাফায়েলকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা।' তিন বছরে ইউনাইটেডের হয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন রাফায়েল ভারান।
ফ্রান্সের হয়ে ২০২৩ সালেই খেলা ছেড়ে দিয়েছেন ভারান। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডিফেন্ডার। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে দারুণ খেলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ফ্রান্স জিততে পারেনি বিশ্বকাপ।
চেলসির বিপক্ষে ম্যাচে গত চার এপ্রিল চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন ভারান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মৌসুমে আর বাকি তিন ম্যাচ। যার মধ্যে ২৫ মে এফএ কাপের ফাইনালও রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সেই ম্যাচের আগে ভারান ফিট হয়ে উঠতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।