মুশফিকের হাঁটুতে ছয় সেলাই
কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি দলের সদস্যরা প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটালেও তার সেই ব্যস্ততা নেই। আপাতত খেলাও নেই। কিন্তু মুশফিক কি বসে থাকার পাত্র! ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুমের আগে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে আসছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এই প্রস্তুতি পর্বে ফিটনেসের কাজ করতে গিয়ে চোটে পড়তে হলো তাকে।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাঁ হাঁটুতে আঘাত পেয়েছেন মুশফিক। চোট বড় নয়, তবে মুশফিকের বাঁ পায়ের হাঁটুর নিচের ছয়টি সেলাই লেগেছে। দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের কোনো টেস্ট বা ওয়ানডে ম্যাচ নেই। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত।
মুশফিককে অবশ্য এতোদিন বসে থাকতে হবে না। আগামী ১০ অক্টোবর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। লঙ্গার ভার্সনের এই আসরে রাজশাহীর বিভাগের হয়ে সব রাউন্ড খেলার কথা বিসিবিকে জানিয়েছেন মুশফিক।
টি-টোয়েন্টি ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছিল না মুশফিকের। গেল এশিয়া কাপে দুই ম্যাচে মাত্র ৫ রান করেন তিনি। দেশে ফিরে সংক্ষিপ্ততম এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগামী নভেম্বরের শেষ দিকে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে মুশফিককে।