সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার বেশি পুরষ্কার
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান মানিক।
বিজয়ী দলের নারী দলকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন আতাউর রহমান। তিনি তমা গ্রুপেরও চেয়ারম্যান।
গণমাধ্যমকে আতাউর বলেন, পুরস্কার হিসেবে নারী ফুটবলারদের জন্য এ অর্থ তিনি বরাদ্দ দিয়েছেন।
আতাউর বলেন, এ পুরস্কারের ফলে মেয়েরা তাদের ভালো খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ পাবে।
'আমি আশা করি এর ফলে তারা আরও উৎসাহ পাবেন। আমরা দেখেছি বেশিরভাগ মেয়ে খুবই সুবিধাবঞ্চিত অবস্থা থেকে উঠে এসেছে। তারা আমাদের গর্বিত করেছে,' বলেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট।
এদিকে, দলের গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ খবরের সত্যতা নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে নির্দেশনা দেওয়া হয়। সাথে সাথেই আমরা এলজিইডির প্রকৌশলী ও নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসারকে সেখানে পাঠিয়েছি।'
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) থেকেই ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। একইসাথে শিগগিরই তার বাসায় যাওয়ার সেতুটির কাজও শুরু হবে বলে জানান ডিসি।
এছাড়া, বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
'নারী ফুটবল দল তাদের ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রতি আমাদের প্রশংসা এবং সমর্থনের প্রতীক হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছি,' বিবৃতিতে বলেন পাপন।
বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর স্ত্রী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামও ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
'আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। পুরো জাতি এ সাফল্য উদযাপন করছে। নারী দলের বাফুফে ভবনে আসার দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখেছি ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,' বলেন মুর্শেদী।
কলিসন্দুরের আট নারী ফুটবলারের জন্য সর্বমোট দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। আট নারী ফুটবলারের সবার পরিবার ২৫ হাজার টাকা করে পাবেন।