গায়ানা অ্যামাজনে শুরুটা ভালো হলো না সাকিবের
বাংলাদেশের কোনো ক্যাম্প বা খেলা ছিল না বলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অনুমতি নিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। আসরটিতে খেলতে বেশ আগেই ওয়েস্ট ইন্ডিজে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সিপিএলে খেলার কারণে সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। অধিনায়কত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
বেশ কয়েকদিন দলের সঙ্গে থাকার পর বৃহস্পতিবার থেকে সাকিবের সিপিএল মিশন শুরু হয়েছে। যদিও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে শুরুটা ভালো হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। দল জয় পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনুজ্জ্বল থেকে গেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যাট হাতে প্রথম বলেই আউট হওয়া সাকিব বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ১ উইকেট।
আসরে নিজেদের সপ্তম ম্যাচে জ্যামাইকা তালাওয়াসকে ১২ রানে হারিয়েছে সাকিবদের দল গায়ানা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শেই হোপ ও ওডিন স্মিথের ব্যাটে ৮ উইকেটে ১৭৮ রান তোলে অ্যামাজন। জবাবে ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরির পরও ১৯.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় জ্যামাইকা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে তিন নম্বরে ব্যাটিং করা সাকিব আইপিএল সব সময় শেষের দিকেই ব্যাটিং করে এসেছেন। বেশিরভাগ সময়ে ছয়-সাত নম্বরে খেলেছেন তিনি। গায়ানার হয়ে চার নম্বরে ব্যাটিং করার সুযোগ মিলেছিল তার। কিন্তু উইকেটে গিয়ে এক বল খেলেই ফিরে আসতে হয় তাকে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হন সাকিব।
পরে বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি অভিজ্ঞ এই স্পিনার। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেন সাকিব। তার করা প্রথম বলেই ছক্কা মারেন কেনার লুইস। অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়ান সাকিব, এই ওভারে তার খরচা ৮ রান। দ্বিতীয় ওভারে আরেকটু খরুচে ছিলেন তিনি, একটি করে চার ও ছক্কাসহ মোট ১১ রান দেন।
নিজের তৃতীয় ওভারেও খুব একটা ভালো করতে পারেননি সাকিব। এই ওভারেও একটি ছক্কা হজম করাসহ তার খরচা ৯ রান। তিন ওভারে ২৮ দেন বাঁহাতি এই স্পিনার। ইনিংসের ১৬তম ও নিজের চতুর্থ ওভারটিতে দারুণ বোলিং করেন তিনি। মাত্র ২ রান খরচায় একটি উইকেট নেন। ২৩ সেপ্টেম্বর প্রভিডেন্সে পরের ম্যাচ খেলতে নামবে গায়ানা।