ঝড়ো হাফ সেঞ্চুরিতে ফের গায়ানার জয়ের নায়ক সাকিব
প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকাটাই যেন তাতিয়ে দিয়েছিল সাকিব আল হাসানকে। তৃতীয় ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয়ে অবদান রেখে হন ম্যাচসেরা। পরের ম্যাচেও একই ধারায় থাকলেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের নায়ক তিনি।
সোমবার প্রভিডেন্স স্টেডিয়ামে বার্বাডোস রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে গায়ানা। ১০ ম্যাচে এটা তাদের পঞ্চম জয়। ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে দলটি। গায়ানার এই জয়ে কিপ্টে বোলিংয়ে এক উইকেট নেওয়া সাকিব পরে ব্যাট হাতে ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের জড়ো ইনিংস খেলেন সাকিব।
টস জিতে বার্বাডোসকে ব্যাটিংয়ে পাঠায় গায়ানা। রোমারিও শেফার্ড, কিমো পল, সাকিবদের দারুণ বোলিংয়ের সামনে ১৭.৩ ওভারে ১২৫ রানেই অলআউট হয়ে যায় বার্বাডোস। জবাবে মাচসেরা সাকিবের ধুন্ধমার ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় গায়ানা।
২.৩ ওভার বোলিং করা সাকিব খরচা করেন মাত্র ১২ রান। যদিও শুরুটা ভালো ছিল না ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা সাকিবের। প্রথম ওভারে এক ছক্কা হজম করাসহ ৯ রান দেন তিনি। কিন্তু নিজের দ্বিতীয় ওভার দিয়েই ঘুরে দাঁড়ান বাঁহাতি এই স্পিনার। ইনিংসের অষ্টম ওভারে দেন মাত্র ৩ রান। ১৮তম ওভারে তিন বলে কোনো রান না দিয়ে তুলে নেন মুজিব উর রহমানের উইকেট।
এদিন ব্যাট হাতে বেশি দাপুটে ছিলেন এবারের সিপিএল নিয়মিত চার নম্বরে ব্যাটিং করা সাকিব। তারকা এই অলরাউন্ডার ১৭৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। ১৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলেও দলকে চাপ বুঝতে দেননি তিনি। খুনে ব্যাটিংয়ে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।