নেইমারদের উদযাপনে কলা ছুড়ে মারলো দর্শক, ক্ষুব্ধ রিচার্লিসন
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার এই ম্যাচে প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দেয় ব্রাজিল। ম্যাচটি ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলে উৎসবের আনন্দে ৯০ মিনিট পার করে দেয় ব্রাজিল। কিন্তু এই ম্যাচে বাজে এক অভিজ্ঞতাও হলো তাদের। গ্যালারি থেকে উড়ে এলো কলা, যা নিয়ে ক্ষুব্ধ রিচার্লিসন।
প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রিচার্লিসন উদযাপন শুরু করেন। অন্যরা সেই উদযাপনে অংশ নেন। কিন্তু এ সময় ব্রাজিলের ফুটবলারদের দিকে প্লাস্টিকের খালি বোতল, কাগজের টুকরা ছুড়ে মারা হয় গ্যালারি থেকে। পরে তাদের দিকে একটি কলা ছুড়ে মারা হয়। কলাটি রিচার্লিসনের পাশে গিয়ে পড়ে। কী কারণে কলা ছুড়ে মারা, সেটা বুঝতে সময় লাগেনি কারও। ম্যাচের পর এই ঘটনার প্রতিবাদ জানায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও রিচার্লিসন।
ম্যাচে চলছির ১-১ সমতায়। ১৯তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন রিচার্লিসন। তিউনিসিয়ার জালে বল পাঠিয়ে কর্নার ফ্ল্যাগের দিকে গিয়ে স্লাইড দেন তিনি। অন্যরাও এগিয়ে গিয়ে উদযাপনে অংষ নেন। শেষভাগে গ্যালারির দিকে তাকিয়ে উদযাপন করছিলেন রিচার্লিসন। তখনই তার দিকে ছুড়ে মারা হয় একটি কলা। যদিও সেদিকে না তাকিয়ে চলে চান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। পেছনের ঘটনাগুলোও চলে আসে সামনে। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র বর্ণবাদের শিকার হন। তখন এ নিয়ে সোচ্চার ছিলেন ব্রাজিলের বর্তমান-সাবেক ফুটবলারদের অনেকেই।
এবার রিচার্লিসনের দিকে কলা ছুঁড়ে মারা হলো। ছাড়া ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার তার দিকে লেজার আলো মারা হয়। এতে দুই দফায় খেলা থেমে যায়। ম্যাচের পর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিবিএফ বিবৃতিতে জানায়, বর্ণবাদের বিরুদ্ধে তাদের লড়াই চলতে থাকবে।
সংস্থার প্রধান এদনালদো রদ্রিগেস জানান, বর্ণবাদের কঠোর শাস্তি না হওয়াতেই এসব বন্ধ হচ্ছে না। তিনি বলেন, 'ফুটবলে বর্ণবাদের আরেকটি অধ্যায় চরমভাবে পাশ কাটিয়ে যাওয়া হলো। বর্ণবাদের বিরুদ্ধে এই লড়াই শুধু কোনো নিমিত্ত নয়, বরং বিশ্ব থেকে এই ধরনের অপরাধ মুছে ফেরার চেষ্টা। আমি আমি জোর দিয়ে দাবি জানাতে চাই যে, আরও কঠোর শাস্তি হওয়া উচিত।'
একই সুরে কথা বলেছেন রিচার্লিসনও। পৃথিবীর সব জায়গায় এমন বর্ণবাদ ছড়ানো হচ্ছে জানিয়ে ব্রাজিলয়ান এই তারকা বলেন, 'যতদিন পর্যন্ত তারা শুধু হাবিজাবি বলে এসব পাশ কাটিয়ে যাবে এবং শাস্তি দেবে না, ততোদিন এসব হতেই থাকবে। পৃথিবীর সব প্রান্তে প্রতিদিন এসব ঘটনা ঘটছে।'