১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান 'বিস্ময়'কে কিনল বার্সেলোনা
ব্রাজিলিয়ান বিস্ময়বালক ভিতর রোকেকে কিনে নিয়েছে বার্সেলোনা। অনেকদিন ধরেই বার্সার নজরে ছিলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। অবশেষে কাতালান ক্লাবটি রোকেকে নিজেদের ডেরায় নিয়ে আসতে পেরেছে।
ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ মানেই প্রতিভার আঁতুড়ঘর। আর সেখান থেকেই একটি রত্নকে পেয়ে গেছে বার্সেলোনা। ১৮ বছর বয়সী ভিতর রোকেকে ব্রাজিলিয়ান ফুটবলের পরবর্তী মহাতারকা হিসেবে ভাবা হচ্ছে।
ব্রাজিলের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে রোকের। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে এই চুক্তির কথা প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সার হয়ে খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রোকের সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার।
ইএসপিএন জানিয়েছে, এই ফরোয়ার্ডের সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭০ কোটি টাকা। আর রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৫৮০০ কোটি টাকা।
বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে রোকেকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই বার্তায় রোকে বলেন, 'বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো (রোকের ডাকনাম)। দেখা হচ্ছে দ্রুতই। এগিয়ে যাও বার্সা।'
উল্লেখ্য, ভিতর রোকে ছোটবেলা থেকেই বার্সেলোনা এবং লিওনেল মেসির ভক্ত। যে কারণে বার্সার হয়ে খেলা তার স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।