রিচার্লিসনের বাই-সাইকেল গোলই কাতার বিশ্বকাপের সেরা
কাতার বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে রিচার্লিসনের বাই-সাইকেল কিকে করা গোলটি। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের পক্ষে এই গোলটি করেন রিচার্লিসন।
সেরা গোল হওয়ার দৌড়ে আরও বেশ কয়েকটি দুর্দান্ত গোলকে পেছনে ফেলে জিতেছে রিচার্লিসনের গোলটি। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে ম্যাচের ৭৩ মিনিটে গোলটি করেন তিনি।
ভিনিশিয়ুস জুনিয়র এর ক্রস বক্সের ভেতর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বল বাতাসে ভাসা অবস্থাতেই বাই-সাইকেল কিক করেন রিচার্লিসন।
সার্বিয়ার গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। তার জোড়া গোলেই সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
যদিও দল হেক্সা জয়ের মিশনে এসে কোয়ার্টার-ফাইনালেই বাদ পড়ে গিয়েছে। এই পুরস্কারই হয়তো এখন সান্ত্বনা হিসেবে কাজ করবে রিচার্লিসনের জন্য।