ঝলমলে ইনিংসে কয়েকটি রেকর্ড রাজার, জিম্বাবুয়ের সহজ জয়
ম্যাচটি যেন কেবল সিকান্দার রাজারই ছিল। তেড়েফুঁরে শুরু করে আয়ারল্যান্ডের বোলারদেরকে শাসন করে গেলেন জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। চোখ ধাঁধানো শটে ঝলমলে এক ইনিংস খেললেন রাজা। তাতে লড়াকু সংগ্রহ পাওয়া জিম্বাবুয়ে সহজেই হারারো আইরিশদের। পাশাপাশি দেশের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেলেন রাজা।
সোমবার হোবার্টে প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের খেলায় আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচসেরা রাজার বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ১৭৪ রান তোলে ক্রেইগ আরভিনের দল। জবাবে ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগাভারাদের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড।
লম্বা সময় ধরে দারুণ ছন্দে থাকা রাজা এদিন ৪৮ বলে ৫টি করে চার ও ছক্কায় ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা বিশ্বকাপে জিম্বাবুয়ের দ্বিতীয় দ্রুততম। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এল্টন চিগুম্বুরার দখলে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটে আরব আমিরাতের বিপক্ষে ২১ বলে ৫০ পূর্ণ করেন তিনি।
দ্রুততম হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় হলেও ৮২ রানের ইনিংস খেলার পথে ব্রেন্ডন টেলরকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাজা। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্ব আসরে টেলরের করা অপরাজিত ৬০ রান ছিল সর্বোচ্চ। ছক্কায়ও রেকর্ড গড়েছেন রাজা। তার মারা ৫ ছক্কাই টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে একটি চারে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কার্টিস ক্যাম্পার। এ ছাড়া লরকান টাকার ১১, জর্জ ডকরেল ২৪, গ্যারেথ ডিলানি ২৪ ও ব্যারি ম্যাকার্থি ২২ রান করেন। জিম্বাবুয়ের মুজুরাবানি ৪ ওভারে ২৩ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান এনগাভারা ও চাতারা। দারুণ ব্যাটিংয়ের পর ৩ ওভারে ২২ রানে একটি উইকেটও নেন রাজা।
এর আগে জিম্বাবুয়েকে অনেকটা একাই পথ দেখান রাজা। শেষ বলে গিয়ে আউট হওয়া রাজাকে বাকিরা কেবল সঙ্গ দিয়ে গেছেন। ওয়েসলে মাধেবেরে ২২, শন উইলিয়ামস ১২, মিল্টন শুম্বা ১৬ ও লুক জংওয়ে ২০ রান করেন। আয়ারল্যান্ডের জস লিটর ৩টি এবং মার্ক এডায়ার ও সিমি সিং ২টি করে উইকেট পান।