পয়েন্ট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা, সাকিব বলছেন, ‘এটাই সুযোগ’
জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনের ব্যাপারটি মাথায় রেখে তেড়েফুঁড়েই শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে অন্য পাশে রেখে তাণ্ডব চালান কুইন্টন ডি কক। কিন্তু তার ব্যাটিং ঝড় থামে বৃষ্টির দাপটে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৫ ওভার না হওয়ায় ম্যাচ যায় ভেস্তে। ৩ ওভারে ৫১ রান তুলেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের।
জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপেই আছে দক্ষিণ আফ্রিকা। কারণ ভারত, পাকিস্তানের গ্রুপে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে কেবল জয়েই দৃষ্টি ছিলো তাদের। সেটা না হওয়ায় হতাশ প্রোটিয়ারা, কাঁধে চাপের বোঝাও। এটাকে সুযোগ হিসেবে দেখছেন সাকিব আল হাসান। এই সুযোগ কাজে লাগিয়ে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিততেই হবে ভেবে মানসিক চাপ আরও বাড়তে পারে দক্ষিণ আফ্রিকার। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ম্যাচের আগের দিন বললেন, 'এ কারণেই (পয়েন্ট হারানোয়) তারা চাপে থাকবে। এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করব।'
টস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'টস তো আমাদের হাতে নেই। ম্যাচটা যেহেতু জেতার জন্য খেলতে নামব, আগে ব্যাটিং কিংবা বোলিং যাই করি, ভালো করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার জন্যও ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় বাঁচা-মরার ম্যাচ। তাই ওরা একটু হলেও চাপে থাকবে। আর আমরা এমন একটা মাঠে এসেছি, যেখানে আমরা যেকোনো দলের সঙ্গে খেলতে পছন্দ করব। কারণ, অস্ট্রেলিয়ার যেকোনো উইকেটের চেয়ে এখানে (সিডনি) সাধারণত স্পিনারদের জন্য সুবিধাটা বেশি থাকে।'
সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দল নিয়ে আলোচনা, সমালোচনা ছিল; ছিল শঙ্কাও। তবে সব উড়িয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে শুরু করেছে তারা। জয়টি আত্মবিশ্বাস যুগিয়েছে জানিয়ে সাকিব বলেছেন, 'আমরা যতই ভালো বা খারাপ খেলি না কেন জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি আমাদের অনেক ভুল ছিল, যেখানে ভালো করা উচিত।'
'আমরা উন্নতি করতে চাই এবং উন্নতির কোনো শেষ নেই। দলের প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা রয়েছে এবং নিজেদের ভূমিকা ভালোভাবে পালন করতে পারলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে সেটিই যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে আমাদের জয়ের প্রধান সহায়ক হবে।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।