'প্রতিদিন ঘুমের ওষুধ খেতাম', ডিপ্রেশনের সাথে লড়াইয়ের গল্প বললেন ইনিয়েস্তা
এবারই প্রথম নয়, এর আগেও মানসিক হতাশা নিয়ে মুখ খুলেছিলেন সাবেক বার্সেলোনা কিংবদন্তী আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি ইউটিউবার জর্দি ওয়াইল্ডের পডকাস্ট 'দ্য ওয়াইল্ড প্রজেক্ট'-এ এসে আবারও জানালেন তার ডিপ্রেশনের সাথে লড়াইয়ের কথা! সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত এই স্প্যানিশ ফুটবলার বলেছেন, এমনও দিন গেছে যে শুধু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর জন্য রাত হওয়ার অপেক্ষায় থাকতেন তিনি!
বর্তমানে জাপানি ফুটবল ক্লাব ভিসেল কোবে'তে মিডফিল্ডার হিসেবে খেলছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি জানিয়েছেন, ডিপ্রেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারাই এই সমস্যার সঙ্গে লড়াই করছেন, তাদেরকে সাহায্য করতে তিনি এ প্রসঙ্গে মুখ খুলেছেন।
ইনিয়েস্তা বলেন, "যখন বিখ্যাত ও ধনী কেউ- যার বাড়ি, গাড়ি ও টাকার অভাব নেই, তিনি ডিপ্রেশনে ভুগছেন বলে জানা যায়, তখনই আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটা যে কারো হতে পারে। কারণ এর সাথে ধনসম্পদের সম্পর্ক নেই। আমার উদ্দেশ্য হচ্ছে, বিষয়টা সবার সামনে তুলে ধরা, যোগাযোগ স্থাপন করা... খুবই সহজ উপায়ে; কারণ আমি মনে করি অনেকেই এই সমস্যার মধ্য দিয়ে গেছেন এবং তারা কখনোই সেরে ওঠেননি।"
কেন ডিপ্রেশনে ভুগছিলেন ইনিয়েস্তা?
স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার বলেন, "বেঁচে থাকার জন্য যে আনন্দ ও শক্তি দরকার তা আমার ছিল না। অসুস্থ লাগতে শুরু হয়েছিল, চিকিতসকরা পরীক্ষা করে বললেন সব ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে কিছু একটা ঠিক নেই।"
তিনি আরও বলেন, "নিজের শরীর-মনের দিকে খেয়াল করলেই মনে হতো সবকিছু অন্ধকার হয়ে আসছে, কিচ্ছু নেই। আমি শুধু অপেক্ষা করতাম কখন রাত হবে আর আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাবো।"
"আমি আমার গার্লফ্রেন্ডের সাথে (যিনি এখন আমার স্ত্রী) একই বাড়িতে থাকতাম, একই কাউচে শুয়ে থাকার পরেও মনে হতো পাশে কোনো মানুষ নয়, একটা কুশন পড়ে আছে। মা-বাবার সাথে থাকলেও একই রকম অনুভব হতো। এটা আসলে কোনো ম্যাচ হেরে যাওয়া বা গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার কষ্ট না, কেউ এই পরিস্থিতিতে না পড়া পর্যন্ত তা বুঝতে পারবে না", বলেন ইনিয়েস্তা।
দানি জার্কের মৃত্যু
২০০৯ সালে প্রিয় বন্ধু দানি জার্ক হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন ইনিয়েস্তা। তবে এখন ডিপ্রেশন কাটিয়ে এসে নিজের যত্ন নিতে শুরু করেছেন এই ফুটবলার।
ইনিয়েস্তা বলেন, "আমি থেরাপি নেওয়া অব্যহত রেখেছি কারণ আমার নিজেকে ঠিক করতে হবে। মানসিক অসুস্থতা নিয়ে পেশাদার বিশেষজ্ঞদের কথা শুনতে আমার ভালো লাগে। সময়ের সাথে সাথে জীবন আপনাকে বুঝিয়ে দিবে যে, যে কেউই ডিপ্রেশনে ভুগতে পারেন।"
সূত্র: মার্কা