কোহলির থেকে ব্যাট চেয়ে নিয়েছেন লিটন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এই ম্যাচে ভারতের ইনিংসে যেমন বিরাট কোহলি ছিলেন কাণ্ডারী, তেমনি বাংলাদেশের লড়াই করার পথে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচ শেষে কোহলির থেকে বাহবা পান লিটন, পেয়েছেন ব্যাটও।
কোহলির কাছ থেকে লিটনের ব্যাট পাওয়ার বিষয়টি অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ম্যাচের পর বাংলাদেশ দল যখন ডাইনিংয়ে রাতের খাবার খাচ্ছিল; তখন নিজে থেকে এসে লিটনকে একটি ব্যাট দিয়ে যান কোহলি।
লিটনকে যে কোহলি ব্যাট দিয়েছেন, সেটাকে বলা হচ্ছে উপহার। যদিও দলীয় সূত্রে জানা গেছে ভিন্ন কথা। বাংলাদেশকে দুর্বার শুরু এনে দেওয়া লিটনের ব্যাটিং মন্ত্রমুগ্ধ হয়েছে দেখেছেন অ্যাডিলেড ওভালের গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা। মাঠে ফিল্ডিং করার সময় স্বাভাবিকভাবে বাংলাদেশ ওপেনারের ব্যাটিং দেখেন কোহলি।
নিজে বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে মহাতারকা হলেও লিটনের ব্যাটিং যে কোহলির মনে ধরেছে, তা বোঝা গেছে ম্যাচের পর। ম্যাচ শেষ দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলান, তখন লিটনের সঙ্গে আলাদাভাবে কথপকথন হয় কোহলির। দারুণ ব্যাটিং করায় লিটনের পিঠ চাপড়ে দেন ভারতের সাবেক এই অধিনায়ক। এ সময় কোহলির কাছে একটি ব্যাট চান লিটন। পরে কোহলি নিজে থেকে এসেই লিটনকে ব্যাট দিয়ে যান।
রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারায় ভারত। আগে ব্যাটিং করে ভারত যে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত, এর নেপথ্যে নায়ক ছিলেন কোহলি। ম্যাচসেরার পুরস্কার জেতা ডানহাতি এই ব্যাটসম্যান। ৪৪ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬৪ রান করেন।
পরে বড় লক্ষ্যে খুনে ব্যাটিং করেন লিটন। ৬ ওভারে বিনা উইকেটে ৬০ রান তোলে বাংলাদেশ। এর মধ্যে ৫৬ রানই ছিল লিটনের। শেষ পর্যন্ত ২৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন ক্ল্যাসিক এই ব্যাটসম্যান।