বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা মেলেনি, খবরটা জেনেই মাঠে নেমেছিলেন লিটন কুমার দাস। মনটা যে ভালো ছিল না, তার সঙ্গে কথা না বলেই তা বলে দেওয়া যায়। রান খরায় দল থেকে বাদ পড়ার খবরটিই তাতিয়ে দিলো নাকি খবরটি মন থেকে মুছে দিতে চাইলেন লিটন যে, তার ব্যাট হয়ে উঠলো তরবারি। চোখ ধাাঁধানো ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
লিটনের খুনে ব্যাটিংয়ের দিনে তার উদ্বোধনী জুটির সঙ্গী তানজিদ হাসান তামিমও করলেন শাসন। অসাধারণ ব্যাটিংয়ে তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যানও পৌঁছালেন সেঞ্চুরিতে। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস গড়লো এক উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ, গাঁথলো রেকর্ডের মালাও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদ ছাড়া দুর্বার রাজশাহীর সব বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন লিটন ও তানজিদ। তাদের সেঞ্চুরিতে ঢাকার গড়া ইনিংসটি বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল রংপুর রাইডার্সের, ২০১৯ বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান তোলে তারা। ২৩৯ রানে তোলার রেকর্ড ছিল কুমিল্লা বিক্টোরিয়ান্সেরও।
সেই ইনিংসে দুটি সেঞ্চুরি হয়, তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। এরপর বিপিএল দেখলো দ্বিতীয়বারের মতো একই ইনিংসে দুটি সেঞ্চুরির ঘটনা। তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের বেলায় এটাই প্রথম ঘটনা, এর আগে টি-টোয়েন্টির কোনো ইনিংসে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি।
লিটন-তানজিদের ব্যাটে জুটিরও রেকর্ড হয়েছে। উদ্বোধনী জুটিতে ১১৮ বলে ২৪১ রানের জুটি গড়েছেন তারা। বিপিএলে প্রথম উইকেটে তো এটা রেকর্ডই, আসরটির ইতিহাসে যেকোনো উইকেটেই এটা সর্বোচ্চ রানের জুটি। বিপিএলে এতোদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০১৭ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তারা।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে লিটনের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৫ রানের। আজ সেটা ছাড়িয়ে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি, নিজেকে বসালেন বিপিএলের রেকর্ড বইয়েও। ৪৪ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ডানহাতি ৫৫ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আজ ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন লিটন, দলের ইনিংস শেষ করেন ছক্কা মেরে। আগের ম্যাচেও ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
লিটনের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়া তানজিদও রাজশাহীর বোলারদের পরীক্ষা নিয়েছেন। ২৪ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার ৬৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ফরম্যাটে এটা তানজিদের দ্বিতীয় সেঞ্চুরি। আগের আসরে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ তানজিদের বিদায়ের পর উইকেটে যাওয়া সাব্বির রহমান ২ বলে এক ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন।