কোহলির ফিল্ডিংকে 'শতভাগ ফেইক ফিল্ডিং' মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচের আম্পায়ারিংয়ের সমালোচনা করেছে বাংলাদেশ। এবার তার সঙ্গে তাল মেলালেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও। তিনি স্বীকার করেছেন, 'ফেইক ফিল্ডিং' করে ভুল করেছেন কোহলি, আর আম্পায়ারেরা তা খেয়াল না করাতেই রক্ষা পেয়েছে ভারত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি'র।
শেষ ওভারে এসে ভারতের জয় পাওয়া ম্যাচটিতে বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করা, ও বিরাট কোহলির 'ফেইক ফিল্ডিং'-এর মতো বিতর্কিত ঘটনাগুলো ক্রিকেটভক্ত, সাবেক ক্রিকেটার, ও ক্রিকেট বিশেষজ্ঞদের মনোযোগ কেড়েছে।
বাংলাদেশের উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান বলেছিলেন, কোহলির এ কাজের জন্য বাংলাদেশকে পাঁচ রান দেওয়া উচিত ছিল।
আকাশ চোপড়াও মনে করেন, কোহলি মাঠে যা করেছেন তা আম্পায়ারদের চোখে পড়লে পেনাল্টির শিকার হতো টিম ইন্ডিয়া।
'কোহলি যেভাবে বল ছুঁড়ে মারার অভিনয় করেছিলেন, সেটা শতভাগ ফেইক ফিল্ডিং ছিল। যদি আম্পায়াররা দেখতেন, তাহলে আমাদের পাঁচ রান জরিমানা দিতে হতো। আর আমরা জিতেছিও কেবল পাঁচ রানে।... তাহলে কি বাংলাদেশ দল সঠিক? হ্যাঁ, তারা সঠিক। কিন্তু কেউ যেহেতু এটা (ফেইক ফিল্ডিং) দেখেনি, তাই এ নিয়ে আর কিছু করারও নেই,' নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এসব কথা বলেন চোপড়া।
এছাড়া সাবেক এ ক্রিকেটার আরও বলেন, আম্পায়াররা বিষয়টি দেখতে পেলে ওই বলটি 'ডেড' হিসেবে ঘোষণা করা হতো। তবে ওই বলে বাংলাদেশ যে দুই রান নিয়েছিল, সেগুলো যোগ হতো।
এক্ষেত্রে পরের বলে স্ট্রাইক প্রান্তে কে ব্যাট করবেন, সেটাও ঠিক করতে পারত বাংলাদেশ। আকাশ চোপড়া মনে করেন, এ ধরনের ঘটনা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকে হবে।