সাকিবদের মনোবিদের কাছে যাওয়ার পরামর্শ ওয়াসিম আকরামের
বাংলাদেশ দলের কোচ বা অধিনায়ক হলে দলের সব খেলোয়াড়কে মনোবিদের কাছে নিয়ে যেতেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। পাকিস্তানের বিপক্ষে শাহিন আফ্রিদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরেকটু রয়ে সয়ে খেলা উচিত ছিল বলে মনে করছেন তিনি।
আকরাম বলেন, "বাংলাদেশের পরাজয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা তাদের নিজেদেরই। আমি দলের অধিনায়ক বা কোচ হলে অবশ্যই সব খেলোয়াড়দের মনোবিদের কাছে নিয়ে যেতাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে শান্ত ৫৪ রানে অপরাজিত ছিলো, সেখান থেকে ইফতিখারের বলে দৃষ্টিকটুভাবে আউট হলো। ওই অবস্থা থেকে শুধু সিংগেল নিয়ে রানের চাকা সচল রাখলেও দলের স্কোর ১৫৫ হতো''। বলার সময় হতাশা ফুটে উঠে আকরামের চেহারায়।
বাংলাদেশের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। আকরামের মতে শাহিনকে আরো সমীহ করে খেলা উচিত ছিল বাংলাদেশের। এ বিষয়ে তিনি বলেন, "শাহিনকে আরো দেখে খেলা উচিত ছিলো। আন্তর্জাতিক পর্যায়ে এসে আপনার জানার কথা যে প্রতিপক্ষ অধিনায়ক যখন একজন নির্দিষ্ট বোলারকে বোলিং এ আনছেন, সেটা উইকেট নেয়ার জন্যই। ওই বোলারকে দেখে খেলে সিংগেল রান নিয়ে ওভার শেষ করে দেয়াই পরিকল্পনা হওয়া উচিত''।
ওয়াসিম আকরামের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার এর এই সুপরামর্শ ভবিষ্যতে নিশ্চয়ই কাজে লাগাবে টিম বাংলাদেশ।