'ইউনাইটেড আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার সম্মান নষ্ট করেছে'
কাতার বিশ্বকাপের আর মাত্র ৬ দিন বাকি, পুরো বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছে ফুটবল উন্মাদনায় ডুবে যাবার, ঠিক তখনই এক বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল সংশ্লিষ্টদের জন্য যেটি পারমাণবিক বোমার থেকে কম কিছু নয়। রোনালদোর দাবি তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে, "ম্যানচেস্টার ইউনাইটেড আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই মৌসুমের শুরু থেকেই আমাকে ক্লাব থেকে বের করে দিতে একের পর এক প্রচেষ্টা করেছে ইউনাইটেড। এমনকি গত মৌসুমের শুরুতে আমার এখানে ফেরত আসাটাও অনেকেই ভালোভাবে নেয় নি।"
শুধুমাত্র ক্লাব নয়, এমনকি ক্লাবের কোচ এরিক ট্যান হাগকেও ধুয়ে দিতে ছাড়েননি ৩৭ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ কিংবদন্তি।
এই তো গত মৌসুমের শুরুতেই অনেক নাটকের পর নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের স্বভাবজাত খেলা না খেলতে পারলেও রোনালদোই ছিলেন দলের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার। এই মৌসুমের শুরুতে আয়াক্স থেকে এরিক ট্যান হাগকে ম্যানেজার করে নিয়ে আসে ইউনাইটেড। এরপর থেকেই যতো ঝামেলার শুরু, ট্যান হাগ তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছে্ যেটি মেনে নিতে পারেননি রোনালদো।
স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে আবার ম্যানচেস্টার ইউনাইটেড, বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে ৮০০ এর উপর গোল করেছেন, জিতেছেন সম্ভাব্য সবকিছুই, সাথে নিজের ব্যক্তিগত পাঁচ ব্যালন ডি'অর। ৩৭ বছর বয়সেও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার। এত কিছুর পরেও নতুন ম্যানেজার যখন ম্যাচের পর ম্যাচ সাইডলাইনে বসিয়ে রাখেন তখন বিষয়টা অসম্মানজনক লাগতেই পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে, সেটি যে লেগেছেও তাই যেন প্রকাশ করলেন রোনালদো।
পিয়ার্স মরগানের সাথে এক সাক্ষাৎকারে রোনালোদো দাবি করেছেন ইউনাইটেড কোচ এরিক ট্যান হাগ তাকে অসম্মান করেছেন । সাক্ষাৎকারে রোনালদো বলেন,"ট্যান হাগ আমাকে অসম্মান করেছেন। যার জন্য আমিও তাকে সম্মান করি না। আমার জন্য যার মনে কোনো সম্মান নেই, আমিও তাকে সম্মান করতে পারব না।"
মৌসুমের শুরু থেকে তাকে মাঠের থেকে সাইডলাইনে বেশি দেখা যাচ্ছিল। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের একাদশে জায়গাও হচ্ছিল না। কেবলমাত্র ইউরোপা লিগের ম্যাচগুলোতে রোনালদোকে খেলিয়েছেন ট্যান হাগ। মাঠে না নামতে পারার হতাশা থেকেই কিনা ম্যাচ শেষ হবার আগেই সবার সামনেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়েও গেছেন রোনালদো। পরবর্তিতে সংবাদ সম্মেলনে ট্যান হাগ বলেছিলেন বিষয়টি নিয়ে রোনালদোর সঙ্গে কথা বলবেন তিনি। এরপর থেকে বেশিরভাগ ম্যাচেই রোনালদোর উপস্থিতিতে মনে করা হচ্ছিল ট্যান হাগের সাথে বনিবনা হয়ে গেছে তার। কিন্তু বিশ্বকাপের আগে প্রকাশ করা সাক্ষাৎকার দেখে সেটি যে কতোটা ভুল তাই যেন দেখিয়ে দিলেন রোনালদো।
শুধুমাত্র ট্যান হাগের সমালোচনা করেই ক্ষান্ত দেননি রোনালদো। তার মতে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ১০ বছরেও সামান্য উন্নতি করতে পারেনি ম্যান ইউনাইটেড,"স্যার অ্যালেক্সকে আমি আমার বাবার মতো সম্মান করি। তার কথাতেই আমি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত এসেছি। তার বিদায়ের পর ইউনাইটেড কোনোদিক দিয়েই উন্নতি করতে পারেনি।"
এছাড়াও নিজের সাবেক সতীর্থ ওয়েইন রুনিকে একহাত নিয়েছেন রোনালদো। এক সময় যাকে সাথে নিয়ে প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাতেন সেই রুনিকে নিয়ে রোনালদো বলেছেন তার সুন্দর অবয়ব দেখে ঈর্ষা করেন রুনি, "রুনি সম্ভবত আমাকে নিয়ে ঈর্ষান্বিত। কারণ আমি ৩৭ বছর বয়সেও খেলে যাচ্ছি আর ও আগেই অবসরে চলে গেছে। আমি এটা বলতে চাইনি তবে রুনির আমাকে নিয়ে মাথাব্যথার আরেকটা কারণ হতে পারে আমি ওর থেকে সুন্দর এটা ও মেনে নিতে পারেনা।"
রোনালদো ফেরত আসার পর গেল এক বছরে তিনজন কোচ বদল করেছে ম্যান ইউনাইটেড। যাদের মধ্যে ছিলেন লাইপজিগের সাবেক কোচ র্যালফ র্যাগনিকও, ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি কাজ করেছেন বিভিন্ন দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। র্যাগনিক বর্তমানে অস্ট্রিয়া জাতীয় দলের কোচ। সেই র্যাগনিকের নাম তাকে ইউনাইটেড নিয়োগ দেয়ার আগে জানতেন না বলেও জানিয়েছেন রোনালদো, "সত্যি বলতে ইউনাটেডে আসার আগে র্যাগনিকের নামও আমি শুনি নি। আপনি যদি কোনো কোচই না হোন তাহলে না চেনাটা অস্বাভাবিক কিছু নয়।"
বিশ্বকাপের দামামার মধ্যেই রোনালদোর এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর বিশ্বকাপ শেষে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও তিনি নিজে কী পদক্ষেপ নেন সেটি জানতেই এখন রোনালদো ভক্তদের অপেক্ষার পালা শুরু।