মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার
লিওনেল মেসিকে যে অমন হুমকি দেওয়া ঠিক হয়নি, তা বুঝতে বেশি সময় লাগেনি কানসালো আলেভারেসের। আক্রমণাত্মক মন্তব্য করে অনেকেরই রোষাণলে পড়েন মেক্সিকান এই বক্সার। হুমকির কয়েকদিন পর এসে মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই বিতর্ক নিয়ে কথা বলেছেন লিওনেল মেসিও। তার মতে, কাউকে অসম্মান করেননি তিনি।
কাতার বিশ্বকাপে মেসি জাদুতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচের পর এক ঘটনায় মেসির ওপর ক্ষোভ ঝারেন আলভারেস। হুমকি দিয়ে বলেন, মেসি যেন তার সামনে না পড়েন। আলভারেসের দাবি, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের মেঝে পরিষ্কার করেছেন আর্জেন্টাইন তারকা! পরে টুইট করে ক্ষোভের কথা জানান আলভারেস।
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমে নেচে-গেয়ে উদযাপন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়ে আছে মেসির সামনে। নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে তার। দেখতে যা অনেকটা 'লাথির মতো' ছিল।
এতেই চটে যান আলভারেস। মেক্সিকান এই বক্সার ক্ষোভ ঝারতে গিয়ে বলেন, 'তোমরা কী দেখেছো, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে। আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।'
আলভারেসের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। তাকে জবাব দেন ক্রীড়াঙ্গনের অনেকেই। আগুয়েরোসহ অনেকেই লেখেন, ম্যাচের পর ঘামযুক্ত জার্সি ড্রেসিং রুমে এভাবেই রাখা হয়। কদিন পর আলভারেসও সেটা বুঝতে পেরেছেন। তাই মেসির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
টুইট করে আলভারসে লিখেছেন, 'দেশের প্রতি আমার আবেগ ও তীব্র ভালোবাসা থেকে গত কয়েকদিনে আমি বাড়াবাড়ি করে ফেলেছি এবং এমন মন্তব্য করেছি, যা উচিত হয়নি। আমি তাই মেসির কাছে ও আর্জেন্টিনার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, এবার ছিল আমার পালা।'
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এ নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'আমি দেখেছি সে কী বলেছে। তবে আমার মনে হয়, এটা ভুল বোঝাবুঝি। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মেক্সিকোর মানুষ, তাদের জার্সি বা কাউকে অসম্মান করিনি।'