নারী অধিকার সমর্থনে মৃত্যুদণ্ডে দণ্ডিত ইরানের ফুটবলার আমির নাসর-আজাদানি
ইরানের ফুটবলার আমির নাসর-আজাদানি দেশজুড়ে নারী অধিকার আদায়ের আন্দোলনে সমর্থন করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। খবর মার্কার।
আন্তর্জাতিক খেলোয়াড় ইউনিয়ন (ফিফপ্রো) এ সংবাদ নিশ্চিত করেছে এবং ইরানের কর্তৃপক্ষকে অনুরোধ করেছে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার জন্য।
ফিফপ্রো তাদের বিবৃতিতে জানিয়েছে, "ফিফপ্রো বিস্মিত এবং পীড়িত যে নারীদের স্বাধীনতা এবং মৌলিক অধিকার আদায়ের আন্দোলন করায় পেশাদার ফুটবলার আমির নাসর-আজাদানিকে মৃত্যুদণ্ডের শিকার হতে হবে। আমরা আমিরের সাথে একতাবদ্ধ এবং তার শাস্তির তাৎক্ষনিক অপসারণের দাবি জানাচ্ছি।"
ইরানওয়্যারের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী পার্সিয়ান গালফ প্রো লীগের দল ট্রাক্টরের হয়ে খেলা এই ফুটবলারের বিরুদ্ধে 'মোহারেবেহ' বা 'খোদার সাথে শত্রুতা'র অভিযোগ আনা হয়েছে। একইসাথে খেলোয়াড়ের পরিবারের সদস্যদেরও বারবার হুমকি দিয়ে আসছে ইরানের কর্তৃপক্ষ।
বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দল ইরান কর্তৃপক্ষের এই জবরদস্তিমূলক অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিল। গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দও ইন্সটাগ্রামে জানিয়েছেন আমিরের মৃত্যুদণ্ড রহিত করার জন্য।
নারীদের পোশাকের নিয়ম ঠিকমতো মেনে চলতে ব্যর্থ হওয়ার অপরাধে গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হওয়ার পর সারা ইরানজুড়ে সরকার-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। ইরানওয়্যারের তথ্য অনুযায়ী, ইরানের সরকার ১৭ নভেম্বরের আন্দোলনের সময় সরকারি মিলিশিয়া দল বাসিজের কর্নেল ইসমাইল চেরাঘি এবং আর দুই সদস্যের মৃত্যুর ঘটনায় নাসর-আজদানিকে ফ্রেম করার চেষ্টা করতে পারে।
তবে এটূকু জানা যায় যে, আমি নাসর-আজদানি কেবল আন্দলনের সময় স্লোগানই দিয়েছেন এবং মিলিশিয়া বাহিনীর সদস্যদের যেখানে মৃত্যূ হয়েছে সেখান থেকে ঐ মুহূর্তে বহুদূরে অবস্থান করছিলেন।