ইরানীদের নিয়ে সাবেক জার্মান কিংবদন্তীর বিদ্বেষমূলক বক্তব্য, পারস্য সংস্কৃতির পাঠ নিতে বললেন কুইরোজ
ইরানী ফুটবলারদের নিয়ে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করায় ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ (টিএসজি)-র সদস্যপদ থেকে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের পদত্যাগ দাবী করলেন ইরানের কোচ কার্লোস কুইরোজ। একইসঙ্গে সাবেক জার্মান এই ফুটবলারকে পারস্য সংস্কৃতির পাঠ নেওয়ারও পরামর্শ দিয়েছেন কুইরোজ। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
ইরান বনাম ওয়েলসের খেলা বিশ্লেষণকালে ইরানী দল নিয়ে ক্লিন্সম্যানের বক্তব্যকে তিনি 'ফুটবলের জন্য লজ্জাজনক' বলে মন্তব্য করেছেন।
গত শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসকে ২-০ গোলে পরাজিত করে ইরান। বিবিসিতে খেলা বিশ্লেষণকালে সাবেক বিশ্বকাপজয়ী জার্মান স্ট্রাইকার ও ইউএসএ-র কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান বলেন, ইরানী খেলোয়াড়রা সংস্কৃতিগতভাবেই ফাউলের জন্য রেফারিকে বিরক্ত করে থাকে। ইরানের কোচ কুইরোজও এই ধরনের কৌশলকে উৎসাহ দিয়ে থাকেন বলে তিনি মন্তব্য করেন।
'এটাই তাদের সংস্কৃতি। এমনটাই করে থাকে তারা', ইরানী দলকে উদ্দেশ্য করে বলেন ক্লিন্সম্যান।
'এজন্যই ইরানী জাতীয় দলের সঙ্গে কার্লোস কুইরোজও ভালোমতো খাপ খাইয়ে নিতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকায় তিনি হিমশিম খেয়েছেন। কলম্বিয়া ও মিশরকে টেকাতেও ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের ঠিক আগে তিনি আবার ইরানের কাছেই ফিরে গেছেন, যাদের সঙ্গে তার দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে,' বলেন ক্লিন্সম্যান।
'এগুলো অবশ্যই কাকতালীয় নয়, বরং উদ্দেশ্যমূলক। এভাবে খেলাটা তাদের সংস্কৃতিরই অংশ। রেফারিকে তারা সুন্দরমতো প্রভাবিত করেছে। সারাক্ষণ রেফারির কানের কাছে, মুখের কাছে কিছু না কিছু বলে তাকে চাপে রাখে,' বলেন তিনি।
'এটা তাদের সংস্কৃতি। তারা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনোযোগ নষ্ট করে আপনাকে লক্ষ্যচ্যুত করবে', বলেন সাবেক বিশ্বকাপজয়ী এই জার্মান খেলোয়াড়।
তবে এরপরই প্রতিক্রিয়া দেখা কাইরোজ। টুইটারে মন্তব্যের পেছনে ক্লিন্সম্যানের উন্নাসিকতার সমালোচনা করেন কার্লোস কুইরোজ।
টুইটে তিনি লিখেন,
প্রিয় ইয়ুর্গেন
'তুমিই আমাকে প্রথমে কার্লোস সম্বোধন করেছ। আমার বিশ্বাস এরপর তোমাকে ইয়ুর্গেন ডাকলে কিছু মনে করবে না। ঠিক তো?'
'আমাকে ব্যক্তিগতভাবে না চেনা সত্ত্বেও সেই চিরাচরিত জাত্যভিমান থেকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছ।'
'তোমার মাঠের ভূমিকার জন্য তোমাকে আমি যতই শ্রদ্ধা করি না কেন, ইরানের সংস্কৃতি, ইরানের জাতীয় দল ও আমার খেলোয়াড়দের নিয়ে তোমার মন্তব্যগুলো ফুটবলের জন্য লজ্জাজনক।
'আমরা তোমাকে আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের জাতীয় দলের ক্যাম্পে আসো। ইরানের খেলোয়াড়দের সঙ্গে মিশে দেখো। তাদের কাছ থেকে তাদের দেশ, সেখানকার মানুষ, কাব্য ও শিল্প, বীজগণিত এবং হাজার বছরের পারস্য সংস্কৃতি সম্পর্কে শিখে যাও'।
'আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এটাও শুনো তারা ফুটবলকে কতটা ভালোবাসে ও শ্রদ্ধা করে। আমেরিকান বা জার্মান হিসেবে তুমি আমাদের সমর্থন করবে না সেটা বুঝি। সমস্যা নেই। আমাদের চেষ্টা, ত্যাগ ও দক্ষতাকে খাটো করে তোমার আপত্তিকর মন্তব্যের পরেও ওয়াদা করছি আমরা তোমার সংস্কৃতি, শিকড় ও অতীত বিচার করতে বসব না। আমাদের পরিবারে তুমি সবসময়ই আমন্ত্রিত থাকবে।'
'একই সঙ্গে কাতার বিশ্বকাপ ২০২২-এর টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য হিসেবে তোমার বিষয়ে ফিফার সিদ্ধান্ত কী হবে তা আমরা মনোযোগের সঙ্গেই লক্ষ্য রাখব। স্পষ্টভাবেই আশা করছি যে, আমাদের ক্যাম্পে আসার আগে তুমি পদত্যাগ করবে।'
ওয়েলসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ইরানকে নকআউট পর্বে পৌঁছানোর আশা দেখাচ্ছে। বি গ্রুপ থেকে পরবর্তী পর্বে কোন দল যাচ্ছে তা মঙ্গলবার ইউএসএ-র বিপক্ষে ইরানের জয়-পরাজয়ই নির্ধারণ করবে।