ফাইনালে মেসির আর্জেন্টিনার জন্য প্রস্তুত গ্রিজম্যান
দল ছুটে চলেছে দুর্বার গতিতে, পৌঁছে গেছে কাতার বিশ্বকাপের ফাইনালে। আর মাত্র একবার উল্লাসের অপেক্ষা, তাহলেই টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় উঠবে ফ্রান্সের। ফাইনালে উঠতে যেসব মোড় পাড়ি দিতে হয়েছে ফরাসীদের, সবখানেই নেতার ভূমিকায় দেখা গেছে অঁতোয়ান গ্রিজম্যানকে। গোলের দেখা না পেলেও মাঝমাঠের মধ্যমনি হিসেবে বলের যোগান দিয়ে এসেছেন তিনি। তারকা এই ফরোয়ার্ড প্রস্তুত এবার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফরাসী সৌরভ ছড়াতে।
শিরোপার লড়াইয়ে আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে আর্জেন্টিনা কতোটা কঠিন প্রতিপক্ষ হবে, বুঝতে পারছেন গ্রিজম্যান। আবার মেসিকে নিয়ে গড়া যেকোনো দলই যে প্রতিপক্ষ হিসেবে হুমকির, সেটা ভালো করেই জানেন ফরাসী এই প্লেমেকার। বার্সেলোনায় মেসির সঙ্গে দুটি মৌসুম কেটেছে তার। সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে নিয়ে একটু বেশিই সতর্ক গ্রিজম্যান।
২০১৮ বিশ্বকাপ জয়ের মিশনে ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন গ্রিজম্যান। টানা দ্বিতীয়বার সোনালী শিরোপা ছুঁয়ে দেখার দ্বারপ্রান্তে তিনি। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ৩টি অ্যাসিস্ট করা গ্রিজম্যান বলেছেন, 'মেসিকে নিয়ে গড়া কোনো দল ভিন্ন প্রতিপক্ষ। আমরা আর্জেন্টিনার খেলা দেখেছি, জানি তারা কেমন খেলে। তারা দারুণ ফর্মে আছে, এমন দলের বিপক্ষে খেলা কঠিন।'
এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে ৫ গোল করা মেসি সতীর্থকে দিয়ে করিয়েছেন ৩টি গোল। বাকি সব প্রতিপক্ষের মতো তাই গ্রিজম্যানও মেসিকে নিয়ে অতি সতর্ক। ফরাসী ফরোয়ার্ডের ভাষায়, 'মেসিকে নিয়ে গড়া আর্জেন্টিনা দলটি খুবই শক্তিশালী। আমরা জানি বিশ্বজুড়ে তারা অনেক সমর্থন পাবে। আমরা দেখছি তাদেরকে কোন জায়গায় আমরা আঘাত করতে পারি এবং তাদেরকে রুখে দিতে পারি। আমরা পুরোপুরি প্রস্তুত থাকবো।'
রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের মিশনে সেমি-ফাইনালে শেষ মুহূর্তে বেলজিয়ামকে হারায় ফ্রান্স। রোমাঞ্চিত জয়ের পর আবেগাপ্লুত গ্রিজম্যান কেঁদে ফেলেন। তবে এবার আরও পরিণত জানিয়ে তিনি বলেন, 'বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে আমি কেঁদেছিলাম, আমার মনেহয় আমি এখন আরও মনোযোগী।'
'আমি ইতোমধ্যে রবিবারের ফাইনালের দিকে মনোনিবেশ করেছি। আমি আমার পা মাটিতে রাখার চেষ্টা করছি। সংযত থেকে ধকল কাটিয়ে উঠে রোববারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।' যোগ করেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স।