আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল: একাদশে আছেন যারা
আর মাত্র ঘণ্টা খানেক, এরপরই বেজে উঠবে লড়াইয়ের বাঁশি। শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াই, যেখানে লড়বে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে ওঠা আর্জেন্টিনা ও ফ্রান্স। স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখার এই মিশনে দুই দলের একাদশে কারা থাকছেন, তা জানিয়েছে দুই দল।
চোট কাটিয়ে ওঠা আনহেল ডি মারিয়াকে শুরুর একাদশে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়াকে সুযোগ দিতে একাদশ থেকে বাদ পড়েছেন লেয়ান্দ্রো পারেদেস। লিওনেল মেসির সঙ্গে আজও শুরু করছেন হুলিয়ান আলভারেস।
ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু এবং ডিফেন্ডার রাফায়েল ভারানের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা থাকলেও তারা আছেন শুরুর একাদশে।
আর্জেন্টিনা একাদশ (৪-৪-২): এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনসো ফার্নান্দেস, আনহেল ডি মারিয়া, আলেক্সিক ম্যাক আলিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি (অধিনায়ক) ও হুলিয়ান আলভারেস।
ফ্রান্স একাদশ (৪-৩-৩): হুগো লরিস (গোলরক্ষক ও অধিনায়ক), জুলি কন্দে, রাফায়েল ভারান, দায়োত উপামেকানো, থিও হর্নান্দেজ, অঁতোয়ান গ্রিজম্যান, অরিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিয়ঁত, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপ্পে।