এক বালিশে মেসি-ট্রফি, ঘুম থেকে উঠে বললেন, ‘শুভ সকাল’
একটি বালিশ; ভাগাভাগি করতে হয়েছে লিওনেল মেসিকে। এক অংশে তার মাথা, আরেক অংশে পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি। স্বপ্নের শিরোপায় হাত রেখে ঘুমাচ্ছেন তিনি, যেন সন্তানকে আগলে পরম শান্তিতে ঘুম দিয়েছেন আর্জেন্টিনা ফুটবলের মহানায়ক।
আকুলতা নিয়ে এমন একটি ভোর কতোভাবেই না চেয়েছেন মেসি। কিন্তু বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। তবুও ভোর হয়েছে, তবে সেটা বিষাদে মোড়ানো। সূর্য উঁকি দিলেও সেখানে আলোর বদলে অন্ধকার চোখে পড়েছে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের।
অবশেষে আধারের অধ্যায় শেষ। সূর্যের রাঙা হাসিতে ঝিলিক দিয়েছে সোনালী শিরোপা, বিশ্বজয়ের প্রশান্তিতে সবুজ গালিচায় হাত-পা ছড়িয়ে দিয়েছেন মেসি। এ যে পরম শান্তি, ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর অপার্থিব এক সুখ।
ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার দুদিন হতে চললো। কিন্তু রেশটা এখনও সবুজ-সতেজ। যেন কিছুক্ষণ আগেই বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেছেন আর্জেন্টিনা ফুটবলের স্বপ্নের নায়ক মেসি।
লুসাইল স্টেডিয়ামের রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ বাঁশি বাজার পরই উৎসবের নগরীতে পরিণত হয়েছে আর্জেন্টিনা। নাওয়া-খাওয়া ভুলে রাস্তায় জয়োৎসব করে যাচ্ছেন আলবিসেলেস্তেরা। স্বপ্নের শিরোপা নিয়ে বীরের বেশে দেশে ফিরে এসব ফুটবল পাগল ভক্তদের মাঝে কিছু সময় কাটিয়ে হোটেলে উঠেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।
গভীর রাতে হোটেলে পৌঁছে অবশেষে ঘুমানোর ফুরসত মিলেছে তাদের। ঘুমটা কেমন হয়েছে, সেটার বর্ণনায় মেসির পোস্ট করা ছবিটা দেখালেই চলছে। এক বালিশে শিরোপা নিয়েই ঘুমিয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার।
ঘুমিয়েছেন ট্রফি নিয়ে, ঘুম ভেঙে আবারও ট্রফির সঙ্গে পোজ দিয়ে তুলেছেন ছবি। ঘুমের একটি ছবি এবং কফিতে মুখ দিতে দিতে ট্রফি নিয়ে তোলা আরও দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মেসি। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, 'শুভ সকাল।'