মেসির আসল জার্সি চান? শুভকামনা!
বিশ্বজুড়ে ফুটবল জাদুকর মেসির কত সমর্থক আছেন, তার সংখ্যাটা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। কিন্তু সংখ্যাটাকে বোধহয় বিশাল বললেও কম হয়ে যায়! এর প্রমাণ খোদ তার জার্সিতেই মিলে।
গত বছর আগস্ট মাসে মেসি প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পরপরই মেসির নতুন ক্লাবের জার্সি কেনার তোড়জোড় শুরু হয়ে যায়। প্যারিসভিত্তিক এই ক্লাবটিতে মেসি ১০ নম্বর নয়, ৩০ জার্সিতে খেলেন।
চিরায়ত ১০ নম্বর জার্সির এত বড় পরিবর্তন সত্ত্বেও, তার জার্সির কদর এতটুকু কমেনি। গত বছর পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এই আর্জেন্টাইন তারকার সব জার্সি বিক্রি হয়ে গিয়েছিল মাত্র ৩০ মিনিটের মধ্যে!
কাতার বিশ্বকাপেও একই হাল। স্কালোনির কৌশলী ব্যবস্থাপনা এবং মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ফুটবল দল এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপর্বের প্রথম ম্যাচ বাদে বাকি সবকটিতেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মেসি। ম্যারাডোনার এই উত্তরসূরীর সাথে সাথে বেড়েছে তার জার্সির জনপ্রিয়তা। লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স-এর খবর অনুযায়ী, ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি বানিয়ে কুলিয়ে উঠতে পারছিল না অ্যাডিডাস।
আর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে এ জনপ্রিয়তা আরও বেশি বর্ধনশীল হয়ে উঠেছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা এখন ৪০৩ মিলিয়নের বেশি। তার বিশ্বকাপ জয়ের পোস্ট এখন প্ল্যাটফর্মটির সর্বাধিক লাইক পাওয়া পোস্ট। ৬০ মিলিয়নের বেশি ব্যবহারকারী এ পোস্টে লাইক দিয়েছেন।
আলবিসেলেস্তেদের জার্সির জনপ্রিয়তাও ব্যতিক্রম নয়। অ্যাডিডাসের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে, মেসির ১০ নম্বর জার্সিসহ সকল আর্জেন্টিনা জার্সির স্টক শেষ। তবে নীল জুতা, আর্জেন্টিনা সোয়েটশার্ট এবং ট্যাংক টপ এখনও কিনতে পাবেন ভক্তরা।
এক্ষেত্রে জার্সি পাওয়ার জন্য ভক্তদের জার্সি খুঁজতে হবে অন্যত্র। জনপ্রিয় পুনবিক্রয় সাইট স্টকএক্স-এ এখনও পাওয়া যাচ্ছে বিশ্বকাপ ২০২২-এর মেসির জার্সি। তবে ক্রমবর্ধমান চাহিদার কারণে এর দামও বেশ চড়া। সাইটটিতে ৪৯০ মার্কিন ডলার থেকে ২,৩৬০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে মেসির নীল-সাদা জার্সি।
স্টকএক্স দ্য ওয়াশিংটন পোস্টকে জানায়, মেসির জার্সির গড় দাম নভেম্বরে যা ছিল তার চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এছাড়াও 'আর্জেন্টিনা' সম্পর্কিত পণ্যের বিক্রি বেড়েছে ৪০০ গুণ।
অন্যদিকে, শপিং অ্যাপ ইবে'তে মেসির প্লেয়ার ভার্সন জার্সি ১,৫০০ মার্কিন ডলার ভিত্তিমূল্যে নিলামে উঠেছে।
কেবল চাহিদার কারণে এত চড়া দাম?
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিঃসন্দেহে দাম বৃদ্ধির কারণ। তবে এটিই কি একমাত্র কারণ?
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, জার্সি নিয়ে এই উন্মাদনার পেছনে আরেকটি কারণ হলো ছুটির সিজন। শীতকালীন ছুটিসহ বড়দিন, ইংরেজি নববর্ষ ইত্যাদিকে ঘিরে ইউরোপসহ পশ্চিমা বিশ্বে এখন চলছে হলিডে সিজন। সাধারণত এসময় ভোক্তারা বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি কেনাকাটা করেন।
তাছাড়া, অনেকের কাছে প্রিয়দলের জার্সি হলো স্মারকচিহ্নের মতো। ২০২১ সালে দ্য অ্যাথলেটিক-এ প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যমতে, ক্ষণকাল স্থায়ী ক্রীড়া মুহূর্তগুলোকে স্মৃতিতে বন্দী করে রাখা কিংবা স্মৃতিগুলোকে আরও বাস্তব বলে অনুভব করার একটি উপায় হলো জার্সি কিনে রাখা। এ লেখায় বলা হয়, 'খেলায় প্রত্যেক গোল একেকটি মুহূর্ত, যা আর কখনোই ফিরে আসবার নয়। কিন্তু জার্সি সেই মধুর মুহূর্তকে সর্বদা মনে করিয়ে দিতে পারে।'
মেসি মোট পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে এবারের টুর্নামেন্টিই ছিল তার জন্য সবচেয়ে সেরা। বহু রেকর্ড ভেঙেছেন এই আসরে। বিশ্বকাপের প্রতিটি পর্বে গোল করা প্রথম এবং একমাত্র খেলোয়াড় তিনি। এমন এক অভূতপূর্ব স্মৃতিকে নিঃসন্দেহে আঁকড়ে ধরে রাখতে চাইবেন কোটি কোটি মেসিভক্ত।
বাংলাদেশি মেসিভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। রাজধানীর গুলিস্তান কিংবা নিউ মার্কেটে গেলেই তারা পেতে পারেন মেসির ফ্যান ভার্সন জার্সি।
প্রতিটি ফুটবল দল যতবার বিশ্বকাপ জিতেছে, তাদের জার্সিতে ঠিক ততটি তারকা থাকে। এতদিন দুই তারকাখচিত জার্সিতে আরেকটি তারকা এনে দিলেন মেসি-আলভারেজরা।
তিন তারকা সম্বলিত আর্জেন্টিনার জার্সি এখনও বাজারে আসেনি।