'মার্তিনেস বিশ্বের সবচেয়ে ঘৃণিত খেলোয়াড়'
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে বীরত্ব দেখিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন এমিলিয়ানো মার্তিনেস। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই মার্তিনেস খবরের শিরোনাম হচ্ছেন বেশি।
টাইব্রেকারে ফ্রান্সের খেলোয়াড়দের সঙ্গে যে বুদ্ধির খেলা খেলেছেন, এরপর ড্রেসিংরুমে জয় উদযাপন করার সময় এমবাপ্পেকে বিদ্রুপ করেছেন, বুয়েন্স এইরেসের রাস্তায় ছাদখোলা বাসে এমবাপ্পের ছবি সংবলিত পুতুল নিয়ে মজা করেছেন। এতসব কিছুর পর ফরাসিদের রোষানলের শিকার হবেন, এটিই স্বাভাবিক ছিল।
ঘটেছেও তাই, সাবেক ফরাসি ডিফেন্ডার আদিল রামিই যেমন ক্ষেপেছেন মার্তিনেসের উপর। আর্জেন্টাইন গোলরক্ষককে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন রামি। মার্তিনেসকে গালিগালাজ করতেও ছাড়েননি রামি।
মার্তিনেসের কর্মকান্ডে বিরক্ত রামি ইনস্টাগ্রামে লিখেন, 'মার্তিনেস সবচেয়ে বড় (লেখার অযোগ্য ভাষা), সে বিশ্বের সবচেয়ে ঘৃণিত খেলোয়াড়।'
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে বিভোর মার্তিনেস এখন রামির এই কথার কী উত্তর দেন সেটিই দেখার বিষয়। অবশ্য রামিকে নিয়ে চিন্তা না করলেও মার্তিনেসের কিছু যায় আসবে না, তিনি বিশ্বচ্যাম্পিয়ন, সাবেক কোনো ফরাসি খেলোয়াড়ের কথায় তার নিশ্চয়ই বিচলিত হওয়ার কথা নয়।