মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি
ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। নিজের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরেও পরাজিতের দলেই থাকতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তবে হারের ক্ষত কিছুটা হলেও কমবে হয়তো মিরাজের, কারণ বিরাট কোহলির কাছ থেকে তার অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার পেয়েছেন তিনি।
ভারতকে মাত্র ১৪৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ, তবে সেই রানও খাবি খেতে খেতেই তুলেছে ভারত। মিরাজের তোপে ৭৫ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা, যার মধ্যে মিরাজের ছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত জিততে না পারলেও, একটি ইচ্ছে পূরণ হয়েছে মিরাজের।
ওয়ানডে সিরিজের সময়ই কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। তখন না পেলেও, ঢাকা টেস্ট শেষে সেই উপহার পেয়ে গেলেন তিনি। কোহলি নিজের ভারতের ওয়ানডে জার্সির পেছনের অংশে অটোগ্রাফ দিয়ে লিখেছেন, 'To Mehidy, Best wishes.'
জার্সি উপহার পাওয়া নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডকে মিরাজ বলেন, 'ওয়ানডে সিরিজের পর আমি কোহলির কাছে তার একটা জার্সি চেয়েছিলাম। তিনি সেটা মনে রেখেছেন, আজকে আমার হাতে সেটি তুলে দিলেন।'
কোহলির দেওয়া জার্সি উপহারের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মিরাজ লিখেন, "বিরাট কোহলির মতো সর্বকালের সেরা ক্রিকেটারদের একজনের কাছ থেকে পাওয়া বিশেষ স্মারক।"