'হল্যান্ডের পক্ষে ৮০০ গোল করা সম্ভব'
ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর থেকেই রেকর্ডের পর রেকর্ড করে চলেছেন আর্লিং হলান্ড। মাত্র ২২ বছর বয়সেই যে হারে গোল করে চলেছেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড, তাতে গোলের যতো রেকর্ড আছে সেগুলো হুমকির মুখে পড়া সময়ের ব্যাপার মাত্র।
ম্যানচেস্টার সিটিতে হলান্ডের সতীর্থ কেভিন ডি ব্রুইনা মনে করেন, হলান্ডের সামর্থ্য আছে ৮০০ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে ৮০০'র বেশি ক্যারিয়ার গোল, লিওনেল মেসিও এই মাইলফলক স্পর্শ করার কাছাকাছি আছেন।
ডি ব্রুইনার মতে, রোনালদো-মেসিদের এই রেকর্ড স্পর্শ করার সামর্থ্য আছে হলান্ডেরও। ইতোমধ্যে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে ২০০ গোল করে ফেলেছেন তিনি। এই মৌসুমেই ম্যানচেস্টার সিটিতে এসেছেন, ১৯ ম্যাচ খেলে করেছেন ২৪ গোল।
গোল করা যেন দুধভাত হলান্ডের জন্য। সেটি দেখেই হয়তো ডি ব্রুইনার মনে হয়েছে, হলান্ড পারবেন ৮০০ গোলের মাইলফলক ছুঁতে, 'হলান্ডের এখনই ২০০ ক্যারিয়ার গোল আছে। ওর সামর্থ্য আছে ৬০০, ৭০০, ৮০০ গোল করার।'
হলান্ডের সবচেয়ে বড় গুণ হিসেবে ডি ব্রুইনা মনে করেন তার ফুটবলের প্রতি আন্তরিকতা, 'হলান্ড এই বয়সেই ওর কাজের প্রতি খুবই অনুগত। সে সবসময় নিজের খেলা উন্নতি করার কথা ভাবে। এটাই তাকে আরো ভালো হতে সাহায্য করবে।'
ছয় সপ্তাহ বিরতির পর আজ থেকে আবারো মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপা ধরে রাখার জন্য হলান্ডের গোল উৎসব জারি থাকা জরুরি ম্যানচেস্টার সিটির জন্য।