সৌদি আরবে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন সালাহ
জুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই, মৌসুম শেষেই ক্লাবের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করবেন এই জার্মান কোচ। ক্লপের আমলে লিভারপুলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহরও ক্লাব ছাড়ার গুঞ্জন শুরু হয়ে গেছে অনেক আগেই।
চলতি মৌসুমের শুরুতেও দলবদলের সময় সালাহর সৌদি আরবে চলে যাওয়ার জোরালো গুঞ্জন ছিল। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়তে চেয়েছিলেন সালাহ, এমনটাই ভেসে বেড়াচ্ছিল বাতাসে। শেষ পর্যন্ত থেকে গেছেন মিশরীয় এই তারকা৷
কিন্তু এবারের গুঞ্জনে পালে হাওয়া লাগার কারণ ক্লপের ক্লাব ছাড়া। প্রিয় কোচ চলে যাচ্ছেন, যার জেরে লিভারপুলের বেশ কয়েকজন তারকা ফুটবলারও দলবদল করবেন বলে খবর রয়েছে ব্রিটিশ গণমাধ্যমে। সালাহ নিজে অবশ্য উড়িয়ে দিয়েছেন এমন সম্ভাবনা।
'জীবনে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়ে গেছে। কোচ ক্লাব ছাড়ছেন, আমিও একদিন ছাড়ব। তবে এর মানে এই নয় যে কোচের চলে যাওয়ার কারণেই আমি লিভারপুল ছেড়ে যাবো।' সালাহ ছাড়াও ভার্জিল ভ্যান ডাইক, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এনফিল্ড ছাড়তে পারেন বলেই গুঞ্জন উঠেছে।
অন্য সবার মতোই ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণায় অবাক হয়েছেন বলেই জানিয়েছেন সালাহ, 'আমি হঠাৎ করেই জেনেছি খবরটা। একটা মিটিং ছিল যেটা সাধারণত ওই সময়ে থাকে না। সেটার পর ভার্জিল আমাকে জানিয়েছে কোচ ক্লাব ছাড়বেন।'