বিশ্বকাপে মেসির থাকার রুমকে 'মিনি জাদুঘর' বানাবে কাতার বিশ্ববিদ্যালয়
কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে কোনো হোটেলে থাকেননি সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। বরং পুরো আর্জেন্টিনা দলই ছিল কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। সেখানকার যে রুমে মেসি থাকতেন সেটিকে নিয়ে নতুন পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই রুমটিকে ছোট একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সেখানে আসা অতিথিরা ঘরটি ঘুরে দেখতে পাবেন। মেসির স্মৃতি ধরে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি স্থানীয় একটি সংবাদপত্রকে এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, "বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন সেই রুমে কোনো রকম বদল করা হয়নি। সেখানে আর কেউ থাকতে পারবেন না। তবে এটি দেখতে যে কেউ আসতেই পারেন। মেসির ব্যবহার করা অনেক জিনিস সেই ঘরে রয়েছে, এগুলো কাতারের কাছে খুব মূল্যবান ও গর্বের। তাই সেগুলো সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই দেশেই যে মেসির মতো ফুটবলার বিশ্বকাপ জিতেছেন সেটাও আমাদের কাছে গর্বের।"
কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে বাকি সব দল হোটেলে থাকলেও আর্জেন্টিনা সেটা করেনি। কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেখানেই একটি রুমে মেসি থাকতেন। শেষের দিকে তাঁর সঙ্গে রুম শেয়ার করেছেন তার একসময়কার সতীর্থ ও প্রিয় বন্ধু সের্হিও আগুয়েরো।
সূত্র: গোল